সুস্থ থাকতে আমরা কত কী-ই না করি। প্রতিদিন শাক-সব্জি, প্রচুর জল, লো ক্যাব ডায়েট, মরশুমি ফল, এমনই হাজারও নিয়ম মেনে না চললে শরীর বাবাজী বিগড়াবেন। কিন্তু জানেন কি এত সব স্বাস্থ্যসম্মত খাবারের পাশাপাশি রোজ ডায়েটে কয়েকটি আঙুর খাওয়া কতটা ভাল? জানতে চোখ রাখুন গ্যালারিতে।
আরও পড়ুন: নামে ‘ঢ্যাঁড়শ’, কাজে নয়, জেনে নিন ঢ্যাঁড়শের ষোলোকলা গুণ