বিশ্বের অদ্ভুত আটটি আচার-অনুষ্ঠান

‘বিয়েটা যেন ঠিকমতো আচার মেনে হয়’—কথাটা কানে গেল ছোট্ট টুস্‌কির। মুহূর্তেই মাথার মধ্যে সহস্র প্রশ্ন কিলবিল করে ঘুরপাক খেতে লাগল। ‘আচার’ কী? এটা কী কুল কিংবা তেঁতুলের আচারের মতোই কোনও একটি ‘আচার’? খাওয়া যায়?

Advertisement
শেষ আপডেট: ০৪ মে ২০১৬ ১৪:৪০
Share:

‘বালিনিস’ বিয়ের সময় বর এবং‌ কনের দাঁত ফাইলিং করা হয়। তাঁদের বিশ্বাস এর ফলে আগামী জীবনে সব রকম বিপদ থেকে দূরে থাকা যায়।

‘বিয়েটা যেন ঠিকমতো আচার মেনে হয়’—কথাটা কানে গেল ছোট্ট টুস্‌কির। মুহূর্তেই মাথার মধ্যে সহস্র প্রশ্ন কিলবিল করে ঘুরপাক খেতে লাগল। ‘আচার’ কী? এটা কী কুল কিংবা তেঁতুলের আচারের মতোই কোনও একটি ‘আচার’? খাওয়া যায়? ছোট্ট টুস্‌কি তো জানেই না যে, বড়রা এই আচার-অনুষ্ঠানের নামে কতই না অদ্ভুত কাজ-কারবার করে থাকে। ‘কাজ-কারবার’ বলে আপনার গোঁসা হল নাকি? সারা পৃথিবীতে এমন অনেক আচার-অনুষ্ঠান রয়েছে যেগুলি শুনলে আপনিও তাজ্জব বনে যাবেন।

Advertisement

গ্যালারিতে দেখে নিন তেমনই কিছু আজব কিছু প্রথা।

আরও পড়ুন:
রোগা হওয়ার ৮ আদর্শ ব্রেকফাস্ট

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement