সুপার ফাস্ট সিপিইউ। প্রায় ডেস্কটপের মতোই র্যামের মেমরি। ক্যামেরা লেন্সের কারিকুরি। যত দিন যাচ্ছে স্মার্টফোন হয়ে উঠছে আরও স্মার্ট। শুধুমাত্র কমিউনিকেশন ডিভাইস হিসেবেই আর থেমে নেই মোবাইল ফোন। গত কয়েক বছরে আরও ঝকঝকে হয়েছে তা। পাশাপাশি, স্মার্টফোনের বাড়বাড়ন্তে দিন ফুরিয়েছে বহু গ্যাজেটের। অনেকগুলির দেখা মিললেও তার ব্যবহার কমে এসেছে। স্মার্টফোনের জন্য মৃতপ্রায় সে সমস্ত গ্যাজেট কী কী তা দেখে নেওয়া যাক গ্যালারির পাতায়।
আরও পড়ুন
ফেসবুক মেসেঞ্জারে এল ‘ইভেন্ট রিমাইন্ডার’ ফিচার