নয়া হার্ট ফেলিওর ক্লিনিক

হার্ট ফেলিওরের সংখ্যা দ্রুত বাড়ছে। অথচ সে সম্পর্কে সচেতনতা এখনও তলানিতে। উপসর্গ কী, হাতের নাগালে কী ধরনের চিকিৎসাই বা রয়েছে, সে সম্পর্কে খুব কম মানুষেরই যথাযথ ধারণা রয়েছে। এই অবস্থায় পূর্ণাঙ্গ একটি হার্ট ফেলিওর ক্লিনিক চালু হল কলকাতায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৬ ০০:১১
Share:

হার্ট ফেলিওরের সংখ্যা দ্রুত বাড়ছে। অথচ সে সম্পর্কে সচেতনতা এখনও তলানিতে। উপসর্গ কী, হাতের নাগালে কী ধরনের চিকিৎসাই বা রয়েছে, সে সম্পর্কে খুব কম মানুষেরই যথাযথ ধারণা রয়েছে। এই অবস্থায় পূর্ণাঙ্গ একটি হার্ট ফেলিওর ক্লিনিক চালু হল কলকাতায়। ই এম বাইপাসের ফর্টিস হাসপাতালে বুধবার এক সাংবাদিক সম্মেলনে এর আনুষ্ঠানিক উদ্বোধনের কথা ঘোষণা করেন ফর্টিস হেলথকেয়ার লিমিটেডের আঞ্চলিক অধিকর্তা সমীর সিংহ। তাঁর দাবি, এটিই পূর্বাঞ্চলের প্রথম পূর্ণাঙ্গ হার্ট ফেলিওর ক্লিনিক। তিনি জানান, এর পর ধাপে ধাপে তাঁরা হৃৎপিণ্ড প্রতিস্থাপনের দিকে এগোবেন। তিনি বলেন, ‘‘চেন্নাইয়ের ফর্টিস মালার হাসপাতাল এ দেশে হৃৎপিণ্ড প্রতিস্থাপনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ বার সেই পথ ধরেই কলকাতার হাসপাতালও মৃতদেহ থেকে হৃৎপিণ্ড প্রতিস্থাপনের পথে এগোবে। কিছু আইনি প্রক্রিয়া ও অনুমোদনের পর্ব মিটলেই বিষয়টি চালু হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement