স্মার্টফোনের ব্যাটারি নিয়ে অভিযোগের অন্ত নেই। সেই অভিযোগের তালিকায় আইফোনও আছে। দ্রুত নিঃশেষিত ব্যাটারির সমস্যা থেকে মুক্তি পেতে ‘পাওয়ার ব্যাঙ্ক’ (আদতে ব্যাটারি আর একটি ইউএসবি কেব্ল) নিয়ে ঘোরা ছাড়া পথ নেই স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে। কাজ করতেও বেশ সমস্যা হয়। অ্যাপলের ক্ষেত্রে বাড়তি সমস্যা হল অন্য সংস্থার তৈরি ‘পাওয়ার ব্যাঙ্ক’ অনেক সময়ে আইফোনে কাজ করে না। এ বার তাই আইফোনের জন্য ‘পাওয়ার ব্যাঙ্ক’ নিয়ে এল অ্যাপল। নাম ব্যাটারি কেস। তবে এতে তারের ঝামেলা নেই। ফোনের কভারের মতো দেখতে। ফোনে পরিয়ে দিলেই হয়ে গেল।
প্রায় নিঃশব্দে এই ব্যাটারি কেস নিয়ে এসেছে অ্যাপল। আপাতত শুধু আইফোন ৬এস এবং আইফোন ৬এস প্লাস-এর জন্য এই কেস পাওয়া যাবে। দেখতে এমনি কেসের মতো। শুধু পিছনের দিকটা কিছুটা উঁচু। লাইটিনিং পোর্ট দিয়েই কেসটি চার্জ করা যাবে। অ্যাপলের দাবি, এই কেস দিয়ে প্রায় ১৮ ঘণ্টা ইন্টারনেট ব্যবহার, প্রায় ২০ ঘণ্টা ভিডিও দেখা এবং ২৫ ঘণ্টার মতো কথা বলা সম্ভব। আরও সুবিধা হল, একই সঙ্গে আইফোন আর কেসটিকে চার্জ করা যাবে। আর এ সবই মিলবে ৯৯ ডলারের মধ্যে। ব্যাটারি কেসটি লাগালে আইফোন সঙ্গে সঙ্গে ‘ইন্টালিজেন্ট ব্যাটারি স্ট্যাটাস’ দেখাবে। কিন্তু পুরনো আইফোনের জন্য এই কেস কবে আসবে বা আদৌ আসবে কি না তা জানায়নি অ্যাপল।