Car

আপনি কি অযথাই গাড়ির ইনসিওরেন্সে অতিরিক্ত ব্যয় করছেন?

গাড়ি কেনার হুজুগে আমরা অনেকেই কিনে ফেলি। কিন্তু ইনসিওরেন্স দেওয়ার সময়ই হঠাত্ মনে হয় অনেকটা টাকা যেন এক সঙ্গে বেরিয়ে যায়। গাড়ি যত পুরনো হয় ইনসিওরেন্সের টাকা দিতে তত গায়ে লাগে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৮ ১১:৩৪
Share:
০১ ০৫

গাড়ি কেনার হুজুগে আমরা অনেকেই কিনে ফেলি। কিন্তু ইনসিওরেন্স দেওয়ার সময়ই হঠাত্ মনে হয় অনেকটা টাকা যেন এক সঙ্গে বেরিয়ে যায়। গাড়ি যত পুরনো হয় ইনসিওরেন্সের টাকা দিতে তত গায়ে লাগে। এমনটাও হতে পারে যে আপনি অযথাই বেশি টাকা ব্যয় করছেন ইনসিওরেন্সের পিছনে।

০২ ০৫

আপনি কি পরিবর্তন করতে ভয় পান? বেশি টাকা দিতে হলেও নিজের পুরনো ইনসিওরারকেই আঁকড়ে ধরে রাখেন? তা হলে পরিবর্তন করুন। দেখুন ইনসিওরার বদল করলে যদি লাভ হয় সেই পথই বেছে নিন।

Advertisement
০৩ ০৫

আপনি ইনসিওরেন্স করানোর সময় ডিসকাউন্ট চেয়েছিলেন? শুনে অবাক হচ্ছেন? ভাবছেন ইনসিওরেন্স করার সময় দরাদরি করা যায় না? তা হলে ভুল ভাবছেন। ইনসিওরেন্স কোম্পানিগুলো প্রতিযোগিতার কারণে নানা রকম ডিসকাউন্ট অফার দেয়। জেনে বুঝে পলিসি করান।

০৪ ০৫

আপনার পলিসির মেয়াদ কি ফুরিয়ে গিয়েছে? অথচ আপনি গড়িমসি করছেন রিনিউ করাতে? এ রকম গড়িমসি করলে পরে বেশি টাকা দিতে হবে। তাই খেয়াল রাখুন কখন পলিসির মেয়াদ ফুরিয়ে যাচ্ছে। সময় মতো রিনিউ করুন।

০৫ ০৫

গাড়ির ইনসিওরেন্স পলিসি বেছে নেওয়ার আগে একটু ভেবে গবেষণা করে বাছুন। শুধু বন্ধু বা পরিচিতরা কোনও পলিসি করিয়েছেন বলে আপনিও সেটা করে ফেলবেন না। শুরু থেকেই ভেবে চিন্তে পলিসি বাছলে পরে খরচ কমবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement