Besan Face Pack

বেসনের সঙ্গে কি শুধু হলুদ মিশিয়েই মুখে লাগান? বেসন দিয়ে তৈরি করে নিন আরও তিন রকম ফেসপ্যাক

বেসন-দই-হলুদের ফেসপ্যাকে যে সঙ্গে সঙ্গে মুখে ঔজ্জ্বল্য আসে তা পরীক্ষিত সত্য। কিন্তু বেসন দিয়ে কি অন্য রকম ফেসপ্যাকও বানানো যায়? বেসনের সঙ্গে আর কী কী মিশিয়ে মুখে মাখলে তা ত্বককে উজ্জ্বল করতে পারবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ২০:৪৪
Share:

ছবি : সংগৃহীত।

ত্বকের যত্নের ঘরোয়া উপায় বললেই প্রথম যে উপকরণের কথা বলা হয়, তার নাম বেসন। রান্নাঘরে সহজলভ্য জিনিসটির ত্বক পরিচর্যায় বিশ্বস্ততা আজকের নয়। একটু খোঁজ নিলে দেখবেন, মা, ঠাকুরমা, এমনকি, তাঁদের মা-ঠাকুরমায়েদের সময়েও বেসনেই আস্থা রাখা হত। বলিউডের বহু অভিনেত্রীও বহুবার তাঁদের বেসন দিয়ে রূপচর্চার কথা বলেছেন। হালে প্রিয়ঙ্কা চোপড়া এক বিদেশি ফ্যাশন পত্রিকার হয়ে করা ভিডিয়ো ব্লগে জানিয়েছন, তিনি ত্বকের যত্নের ব্যাপারে চোখ বন্ধ করে বেসনের উপর ভরসা করেন।

Advertisement

বেসন-দই-হলুদের ফেসপ্যাকে যে সঙ্গে সঙ্গে মুখে ঔজ্জ্বল্য আসে তা পরীক্ষিত সত্য। কিন্তু বেসন দিয়ে কি অন্য রকম ফেসপ্যাকও বানানো যায়? বেসনের সঙ্গে আর কী কী মিশিয়ে মুখে মাখলে তা ত্বককে উজ্জ্বল করতে পারবে? রূপটানশিল্পীরা তেমন তিনটি ফেসপ্যাকের হদিস দিলেন।

ছবি: শাটারস্টক।

১। বেসন আর পাকা পেঁপে: পাকা পেঁপের শাঁস চামচ দিয়ে মিহি করে মিশিয়ে নিন। এ বার দুই টেবিল চামচ পাকা পেঁপে, এক টেবিল চামচ বেসন এবং কয়েক ফোঁটা কমলালেবু বা পাতিলেবুর রস মিশিয়ে মুখে মাখুন। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

Advertisement

২। বেসন আর গোলাপ জল: এক চামচ বেসনের সঙ্গে সমপরিমাণ গোলাপজল মিশিয়ে লেই বানান। মুখে-হাতে ভাল ভাবে মেখে রাখুন ১০-১৫ মিনিট। তার পরে তুলে ফেলুন।

৩। বেসন আর চন্দনের গুঁড়ো: এক টেবিল চামচ বেসন আর তার অর্ধেক পরিমাণ চন্দনের গুঁড়ো বা চন্দন বাটা মিশিয়ে, তাতে এক টেবিল চামচ দুধ দিয়ে মিশ্রণ তৈরি করুন। মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে তুলে ফেলুন।

তিনটি ফেসপ্যাকই ত্বকের দ্রুত ঔজ্জ্বল্য আনতে সাহায্য করবে। তবে প্রতিটি প্যাকই মুখে ব্যবহার করার আগে হাতে পরীক্ষা করে দেখে নিতে হবে অস্বস্তি হচ্ছে কিনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement