Egg Face pack

শুধু ডিম দিয়েই বানিয়ে নিন তিন রকমের ফেসপ্যাক, ত্বক উজ্জ্বল হওয়ার পাশাপাশি টানটানও দেখাবে!

রূপচর্চা শিল্পীরা বলছেন, ত্বকের পরিচর্যায় খুব বেশি ভাবনা চিন্তা করতে না চাইলে একটি উপাদানে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন— ডিম। ওই এক উপাদানেই ত্বকের দাগ ছোপ দূর হবে, ত্বক হবে উজ্জ্বল এবং ত্বকের আর্দ্রতা বজায় রেখে টানটান ভাব আনতেও সাহায্য করবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ২০:৪৮
Share:

ছবি : সংগৃহীত।

ত্বকের পরিচর্যার জন্য নানারকমের ফেসপ্যাক বাড়িতে বানিয়ে থাকেন অনেকেই। চন্দন, হলুদ, দই, দুধ, মধু, অ্যালোভেরা, অলিভ অয়েল, নারকেল তেল— উপকরণের শেষ নেই। তা নিয়ে ধন্ধেরও শেষ নেই। রূপচর্চা শিল্পীরা বলছেন, ত্বকের পরিচর্যায় খুব বেশি ভাবনা চিন্তা করতে না চাইলে একটি উপাদানে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন— ডিম। ওই এক উপাদানেই ত্বকের দাগ ছোপ দূর হবে, ত্বক হবে উজ্জ্বল এবং ত্বকের আর্দ্রতা বজায় রেখে টানটান ভাব আনতেও সাহায্য করবে।

Advertisement

ঔজ্জ্বল্য ফেরাতে

ডিমের সাদা অংশ একটি পাত্রে রাখুন। এ বার তাতে ১ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ নারকেল তেল দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ভাল করে মুখে লাগান। মিনিট ১৫ রেখে জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দু-তিন বার লাগালে শুকনো ও নিষ্প্রাণ ত্বক থেকে মুক্তি পাবেন।

Advertisement

টানটান ত্বকের জন্য

ডিমের হলুদ অংশের মধ্যে ২-৩ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে একটি চামচ দিয়ে ভাল করে নাড়িয়ে নিন। আঙুল দিয়ে ভাল ভাবে মুখে লাগান। একবার মাখার পরে শুকিয়ে গেলে তার উপরে আঙুল দিয়ে আবার বুলিয়ে নিন মিশ্রণ। মিনিট ২০ রেখে হালকা করে মাসাজ করে নিন। এবার একটি ঠান্ডা মুখ মোছার তোয়ালে ব্যবহার করে মুখ মুছে নিন। ত্বক তো টানটান হবেই এবং ব্রণর সমস্যাও কমাবে এই রূপটান।

দাগ ছোপ দূর করতে

একটি বড় ডিম ফাটিয়ে নিয়ে ডিমের সাদা অংশ ও হলুদ অংশ আলাদা করে নিন। এবার ডিমের সাদা অংশে ১ টেবিল চামচ চিনি, ১টি ভিটামিন-ই ক্যাপসুল ফাটিয়ে চামচ দিয়ে ভাল করে নাড়িয়ে নিন। একটু ঘন হয়ে গেলে ভাল করে সমস্ত মুখে লাগান। মিনিট ১৫ রেখে হালকা গরম করা মুখ মোছার তোয়ালে দিয়ে ভাল করে মুছে নিন। ত্বক হবে উজ্জ্বল। দাগহীন ত্বক পেতে সপ্তাহে তিন দিন লাগান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement