Fruit Facepack

ত্বকের শুষ্কতা মেটাতে ব্যবহার করুন ফল দিয়ে তৈরি তিন ফেসপ্যাক! ত্বক হবে নরম এবং মসৃণ

ত্বকে প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি যদি পুষ্টির জোগানও দিতে চান, তবে ব্যবহার করতে পারেন ফল দিয়ে তৈরি কিছু ফেসপ্যাক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ২১:১১
Share:

ছবি : সংগৃহীত।

শীতকালে ত্বকের আর্দ্রতা হারিয়ে ত্বক খসখসে ও প্রাণহীন হয়ে পড়ে। এই শুষ্কতা দূর করে ত্বককে নরম ও উজ্জ্বল রাখতে সাহায্য করতে পারে রাসায়নিক বর্জিত নানারকমের ঘরোয়া ফেসপ্যাক। তবে ত্বকে প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি যদি পুষ্টির জোগানও দিতে চান, তবে ব্যবহার করতে পারেন ফল দিয়ে তৈরি কিছু ফেসপ্যাক।

Advertisement

১. কলার ময়েশ্চারাইজিং প্যাক

কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ভিটামিন থাকে যা ত্বকের গভীর থেকে আর্দ্রতা যোগাতে সাহায্য করে।

Advertisement

উপকরণ: ১টি পাকা কলা, ১ চামচ মধু।

ব্যবহার: পাকা কলাটি ভাল করে চটকে নিয়ে তাতে মধু মেশান। মিশ্রণটি মুখে এবং গলায় লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। এরপর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে এবং ত্বককে তাৎক্ষণিক নরম করে।

২. পেঁপের হাইড্রেটিং প্যাক

পেঁপেতে থাকা ‘প্যাপাইন’ এনজাইম মরা চামড়া দূর করে এবং ত্বককে হাইড্রেটেড রাখে।

উপকরণ: কয়েক টুকরো পাকা পেঁপে, ১ চামচ দুধ অথবা টক দই।

ব্যবহার: পেঁপে ভাল করে চটকে নিন। এর সাথে দুধ বা দই মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে এলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের রুক্ষতা দূর করে এবং প্রাকৃতিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে।

৩. কমলালেবু ও দুধের সরের প্যাক

কমলালেবুর ভিটামিন সি ত্বককে উজ্জ্বল করে, আর দুধের সর বা মালাই ত্বকের গভীর থেকে শুষ্কতা দূর করে।

উপকরণ: ২ চামচ কমলালেবুর রস এবং ১ চামচ টাটকা দুধের সর ।

ব্যবহার: কমলালেবুর রসের সাথে দুধের সর ভাল করে মিশিয়ে নিন। এটি মুখে এবং গলায় লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। দুধের সর প্রাকৃতিক ফ্যাট হিসেবে কাজ করে যা শীতের শুষ্ক আবহাওয়ায় চামড়া ফেটে যাওয়ার মতো সমস্যা রোধ করে এবং কমলালেবু ত্বককে সতেজ রাখে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement