Hair Curl

সালোঁয় যাওয়ার সময় নেই? বাড়িতে কার্লার-ও নেই? জেনে নিন সোজা চুলে ঢেউ খেলানোর পন্থা

কোঁকড়ানো বা ঢেউখেলানো চুল চান? যন্ত্র ছাড়া ঘরোয়া উপায়ে মসৃণ চুলে ঢেউ খেলানো যায়। শুধু জানতে হবে সঠিক কৌশল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৮:১৮
Share:

নায়িকা কঙ্গনা রানাউতের মতো কোঁকড়ানো চুল চান? বৈদ্যুতিক যন্ত্র, রাসায়নিকের ব্যবহার চুলে কী ভাবে সোজা চুল পাল্টে ফেলবেন? ছবি: সংগৃহীত।

পোশাকে সাবেকি হোক বা পশ্চিমি ধাঁচের, তার সঙ্গে কাঁধছাপানো কোঁকড়া চুল দেখতে বেশ লাগে। চুল কবেই কাঁধ ছাপিয়েছে তিন্নির। তবে সমস্যা হল চুল মোটেই কোঁকড়ানো নয়। তাঁর মসৃণ, সোজা চুল দেখে অন্য বন্ধুরা প্রশংসা করলেও তিন্নির পছন্দ ঢেউখেলানো বা কোঁকড়ানো চুল।

Advertisement

এমনিতে স্ট্রেটনার, কার্লার, টং মেশিন দিয়ে চুল কোঁকড়া করাই যায়। তবে এই সব যন্ত্রপাতির কোনওটাই সকলে বাড়িতে থাকে না। আর কথায় কথায় সালোঁতে যাওয়াও যায় না। তার চেয়ে বরং বাড়িতে চুল কোঁকড়া করতে অনুসরণ করে দেখুন সহজ কৌশল। তবে প্রতিটি পদ্ধতির জন্যই অন্তত আট ঘণ্টা সময় দরকার।

১. চুলে জল স্প্রে করে ভিজিয়ে নিতে হবে। তার পর চুলগুলি ছোট ছোট ভাগে ভাগ করে আঁচড়ে নিতে হবে। সেই চুল দিয়ে শক্ত করে বিনুনি বেঁধে নিন। রাতভর এ ভাবেই বিনুনি বেঁধে রাখতে হবে। এরপর চুল খুললেই সুন্দর কোঁকড়া ভাব চলে আসবে। এরপর হেয়ার স্প্রে দিয়ে দিন।

Advertisement

২. চুল মাঝখান থেকে দু’টি ভাগ করে নিন। একটি ওড়না বা ও রকম কোনও কাপড়ের খণ্ড নিয়ে মাথার উপর রেখে ক্লিপের সাহায্যে মাঝবরাবর আটকে নিন। ওড়নার দু’প্রান্ত ঠিক কানের পাশে সমান ভাবে ঝুলবে। এ বার বাঁ পাশের চুলটি ওড়নার ঝুলে থাকা অংশটির সঙ্গে পেঁচিয়ে বারার ব্যান্ডের সাহায্যে আটকে নিন। চুলের অন্য দিকে অংশেও একই পদ্ধতি অনুসরণ করে চলুন। এ ভাবে ৮-১০ ঘণ্টা রাখার পর আস্ত করে ওড়না এবং চুল খুলে নিন। দেখবেন সুন্দর ঢেউ খেলছে চুলে।

চুলে ঢেউ খেলবে এই ভাবে। ছবি: ইউটিউবের রিল থেকে নেওয়া।

৩. তৃতীয় পন্থার জন্য লাগবে পায়ের অনেকগুলি মোজা। চুল ভাল করে আঁচড়ে চিরুনির সাহায্যে ছোট ছোট অংশে ভাগ করে নিন। এবার মোজা নিয়ে তার মধ্যভাগে চুলের কিছুটা অংশ পেঁচিয়ে নিন। মোজার দু’প্রান্ত একটি, অপরটির মধ্যে ঢুকিয়ে দিলেই তা আটকে যাবে। এ ভাবে সমগ্র চুল মোজার সাহায্যে আলাদা আলাদা করে পেঁচিয়ে নিন। আট থেকে ১০ ঘণ্টা পরে খুললেই চুলে ঢেউ খেলবে।

ছবি: ইউটিউব ভিডিয়ো থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement