ছবি : সংগৃহীত।
শীতে মৃতকোষের সমস্যা হয় প্রায় সব ধরনের ত্বকেই। তবে সংবেদনশীল ত্বকে ওই সমস্যা দেখা দিলে সমস্যা বাড়ে। কারণ, শীতকালে সংবেদনশীল ত্বক এমনিতেই বেশ শুষ্ক থাকে। এই ধরনের
ত্বকে সাধারণ স্ক্রাব ব্যবহার করলে ত্বক আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই শীতে এই
ধরনের ত্বকে স্ক্রাবিং করতে হবে সাবধানে।
এনজাইম স্ক্রাব
পেঁপে বা আনারসের মতো ফলে থাকে উপকারী এনজাইম। ওই ধরনের ফলের রস মাস্ক হিসাবে ব্যবহার করতে পারেন। এগুলো ঘষার প্রয়োজন হয় না; মুখে লাগিয়ে রাখলে এনজাইমগুলো নিজেই মৃতকোষ আলগা করে দেয়। তার পরে ধুয়ে নিলেই ত্বক উজ্জ্বল দেখায়।
ওটস এবং মধুর স্ক্রাব
ওটস মিহি গুঁড়ো করে তাতে মধু মিশিয়ে নিন। ওটস ত্বকের প্রদাহ কমায় এবং মধু আর্দ্রতা ধরে রাখে। সেই সঙ্গে এটি ত্বককে মৃতকোষ মুক্ত করতেও কার্যকরী।
চালের গুঁড়ো ও টক দই
মিহি চালের গুঁড়ো এবং টক দই এক সঙ্গে মিশিয়ে নিয়ে মুখে লাগান। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড মৃতকোষ সরাতে সাহায্য করবে। চালের গুঁড়োও ত্বককে উজ্জ্বল করতে এবং মৃতকোষ মুক্ত করতে সাহায্য করবে।
স্ক্রাবিংয়ের আগে যা মনে রাখবেন
১। সপ্তাহে একবারের বেশি স্ক্রাব করবেন না।
২। যদি খুব বেশি দানা ওয়ালা স্ক্রাব ব্যবহার করেন, তবে খুব আলতোভাবে আঙুল ঘুরিয়ে ম্যাসাজ করুন, জোরে ঘষবেন না।
৩। স্ক্রাব করার ঠিক পরেই একটি ভালো ময়েশ্চারাইজার বা ফেস অয়েল ব্যবহার করুন।
৪। নতুন কোনও স্ক্রাব ব্যবহারের আগে কানের পেছনে বা চোয়ালের নিচে লাগিয়ে পরীক্ষা করে নিন জ্বালা করছে কি না।
৫। স্ক্রাব করার পর ত্বক লালচে হয়ে গেলে বা জ্বালা করলে ব্যবহার করা বন্ধ করুন। তার পরে অ্যালোভেরা জেল বা বরফ ব্যবহার করুন।