coffee for skin

শীতে কফি দিয়ে করুন ত্বকের পরিচর্যা! কী কী ভাবে ব্যবহার করলে ত্বক হব ঝলমলে?

ত্বক খসখসে, রুক্ষ এবং অনুজ্জ্বল হয়ে পড়ে। কফিতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট শীতে ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ঔজ্জ্বল্য ফেরাতে কাজে লাগে। শীতে কফি দিয়ে ত্বকের পরিচর্যার তিনটি উপায় জেনে নিন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ২০:৪৮
Share:

ছবি : সংগৃহীত।

শীতের জবুথবু ভাব কাটিয়ে শরীরকে চনমনে করতে কফির বিকল্প খুব কমই আছে। আবার কফি দিয়ে ত্বকেও ফিরিয়ে আনা যায় ঝলমলে সতেজ ভাব। শীতের শুষ্কতার প্রভাব খুব বেশি করে পড়ে ত্বকে। ত্বক খসখসে, রুক্ষ এবং অনুজ্জ্বল হয়ে পড়ে। কফিতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট শীতে ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ঔজ্জ্বল্য ফেরাতে কাজে লাগে। শীতে কফি দিয়ে ত্বকের পরিচর্যার তিনটি উপায় জেনে নিন।

Advertisement

১. মৃত কোষ দূর করার নরম স্ক্রাব

শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বকে মৃতকোষ জমে বেশি। পরিষ্কার না করলে তা থেকে ত্বকে ব্যাক্টেরিয়ার সংক্রমণ যেমন হতে পারে, তেমনই ত্বক অনুজ্জ্বল দেখাতে পারে। কফির গুঁড়ো এবং নারকেল তেল দিয়ে খুব আলতো ভাবে ত্বকের মৃতকোষ দূর করা সম্ভব।

Advertisement

উপকরণ: ১ টেবিল চামচ কফি পাউডার এবং ১ টেবিল চামচ নারকেল তেল।

ব্যবহার পদ্ধতি: কফি ও তেল একটি পাত্রে এক সঙ্গে মিশিয়ে নিয়ে মুখে, হাতেস গলায় হালকা ভাবে ৫ মিনিট মাসাজ করুন। এরপর কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। নারকেল তেল ত্বককে ময়েশ্চারাইজড রাখবে। কফি মৃতকোষ দূর করবে।

২. নিষ্প্রাণ ত্বকে ঔজ্জ্বল্য আনতে

মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজ়ার হিসেবে কাজ করে আর কফি ত্বকের নিষ্প্রাণ ভাব দূর করতে সাহায্য করে। কফি ও মধুর ফেসপ্যাক শীতের শুষ্ক এবং অনুজ্জ্বল ত্বকে ঔজ্জ্বল্য আনতে সাহায্য করে।

উপকরণ: ১ টেবিল চামচ কফি এবং ১ টেবিল চামচ মধু।

ব্যবহার পদ্ধতি: দুটি উপকরণ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে এলে জল দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। এটি ত্বককে নরম করার পাশাপাশি সঙ্গে সঙ্গে উজ্জ্বল দেখাতেও সাহায্য করবে।

৩. রোদে পুড়ে যাওয়া ভাব দূর করতে

শীতের রোদে ত্বকে কালচে ভাব বা ট্যান পড়তে পারে। দই ও কফির মিশ্রণ ওই কালচে ভাব দূর করে ত্বকে ঔজ্জ্বল্য ফেরাতে সাহায্য করবে।

উপকরণ: ১ টেবিল চামচ কফি এবং ১ টেবিল চামচ টক দই।

ব্যবহার পদ্ধতি: প্যাকটি মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বককে পরিষ্কার করবে এবং কফি ত্বককে সতেজ রাখবে। এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।

খেয়াল রাখুন

যেকোনও প্যাক ব্যবহারের আগে ত্বকে অ্যালার্জি আছে কি না তা বোঝার জন্য ‘প্যাচ টেস্ট’ অর্থাৎ হাতে সামান্য লাগিয়ে অস্বস্তি হচ্ছে কি না তা দেখে নিন অবশ্যই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement