Winter Coat Styling

কনকনে ঠান্ডায় উষ্ণতার দোসর হোক ফ্যাশন, ৫ রকম কোট এ বার আপনাকে করে তুলুক অনন্যা

ডিসেম্বরের শেষে জমিয়ে ঠান্ডা। কনকনে ঠান্ডায় উৎসবের কিন্তু কমতি নেই। মেলা, পার্টি, বেড়ানো, সঙ্গীতানুষ্ঠান। আনন্দ উৎসবে সাজবেন কেমন? দোসর হোক কেতাদুরস্থ ৫ রকম কোট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৫:০০
Share:

কোট পরেও নজরকাড়া লাগছে অভিনেত্রী সোনম কপূরকে। ছবি: সংগৃহীত।

বর্ষশেষের উৎসব। কনকনে ঠান্ডা। পার্টি, পিকনিক, বেড়ানোতেই কাটবে সময়টা। তবে সেই উৎসবে সাজপোশাক কেমন হবে? শীতে সোয়েটার, মাফলার, জ্যাকেট প্রতি দিনের জন্য। কিন্তু উৎসবে কি সে সব পরা যায়! পরলে কি তা মানানসই হবে?

Advertisement

এমন ভাবনাই কাজ করে বহু মহিলার মনেই। তাই দেখা যায়, সুন্দর পোশাক পরে কাঁপতে কাঁপতে অনেকে পার্টি করছেন, পাছে সাজ-সৌন্দর্য শীতপোশাকে ঢেকে যায়।

তবে এমন ভাবনাই বদলাতে পারেন এ বার। শীতের দোসর হোক কেতাদুরস্ত কোট। রকমারি কোটই দেখাতে পারে জাদু। কোন ধরনের শীতপোশাক থাকলে বেড়ানো হোক বা পার্টি— সকলের নজর কাড়বেন আপনিই?

Advertisement

ক্লাসিক উল ওভারকোট

উলের ওভারকোটও শীতের দোসর হতে পারে। ছবি:সংগৃহীত।

উলের সূক্ষ সুতো দিয়ে তৈরি কোটের বুনন এতটাই নিখুঁত, তাতে সেটি যে উলের তা বোঝা যাবে না। শুধু চোখে পড়বে তার ‘ফিনিশিং’। হাঁটুর উপর, হাঁটু পর্যন্ত এবং লম্বা ঝুল— নানা ধরনের ওভারকোট পাওয়া যায়। পার্টির দিনে যদি আঁটোসাঁটো খাটো পোশাকও পরেন, তার সঙ্গে চাপিয়ে নিন হালকা বা গাঢ়রঙা ওভারকোট। সঙ্গে পরতে পারেন ‘নি-লেংথ’ বা ‘অ্যাঙ্কল-লেংথ বুট’।

ট্রেঞ্চ কোট

এমন উজ্জ্বল রঙের ট্রেঞ্চ কোটও পরতে পারেন। ছবি:সংগৃহীত।

হাঁটু পর্যন্ত বা তার চেয়েও লম্বা ঝুলের হয় ট্রেঞ্চ কোট। উৎসব, পার্টির দিনে পরার জন্য বেশ মানানসই। উজ্জ্বলরঙা ট্রেঞ্চ কোটগুলি একটু হালকা ধরনের হয়। ওভারকোট যেমন একটু বড় এবং ভারী হয়, ট্রেঞ্চ কোট তেমনটা নয়। বরং এটা বেশ ফ্যাশন-দুরস্ত। অনেক ট্রেঞ্চ কোটে কোমরে বাঁধার ফিতে থাকে। হাইনেক পোশাকের সঙ্গে কোমরে ফিতে দেওয়া ট্রেঞ্চ কোট বেশ মানানসই হবে। তা ছাড়া ট্রেঞ্চ কোটের সুবিধা হল, বরফের জায়গায় গেলে বা ঝিরঝিরে বৃষ্টি হলে ভিতরের পোশাক চট করে ভিজে যাবে না।

পাফার কোট

কিয়ারা আডবানীর মতো পাফার কোটও পরতে পারেন। ছবি:সংগৃহীত।

শীত-ফ্যাশনে সঙ্গে থাকুক পাফার কোট। একটু ফোলা ধরনের কোটগুলি ঠান্ডায় শরীরের ওম ধরে রাখে। বিশেষত বর্ষশেষে বরফাবৃত এলাকায় বেড়াতে গেলে সঙ্গে রাখুন এই ধরনের কোট। খাটো, হাঁটুঝুল— বিভিন্ন দৈর্ঘ্যের পাফার কোট পাওয়া যায়।

ফার কোট

অভিনেত্রী সোনম কপূরের মতো ফারের কােটও পরতে পারেন। ছবি:সংগৃহীত।

ফারের ফোলা, লোমওয়ালা কোটগুলিও কিন্তু বেড়ানো বা পার্টি— দুইয়ের জন্যই ভাল হতে পারে। লাল, গোলাপি, সাদা— নানা রঙের ফারের কোট হয়। এমন কোট পরে কী ভাবে সাজতে হয়, তা কিন্তু বলিউড অভিনেত্রীদের দেখেও শেখা যায়। ফারের কোটের সঙ্গে একই রঙের টুপি এবং জুতোও পরতে পারেন।

বেল্ট দেওয়া লং কোট

বেল্ট দেওয়া লং কোটও পরতে পারেন। বেল্ট খুলে বা বেঁধে দুই ভাবে পরা যায়। ছবি:সংগৃহীত

বেল্ট দেওয়া লং কোটও যদি পরনে থাকে, শীতের দিনে নজরকাড়া হয়ে উঠতে পারবেন আপনি। শহরেই ঘোরাঘুরি হোক বা দূরে বেড়াতে যাওয়া— কনকনে ঠান্ডায় উষ্ণতার পরশ এনে দেবে বেল্ট দেওয়া লম্বা কোটটি। দেখতে খানিক ট্রেঞ্চ কোটের মতোই। তবে এটি দৈর্ঘ্যে লম্বা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement