Cleaning Face Without Water

শীতের রাতে ঠান্ডা জলে মুখ ধুতে অনীহা? জল না ব্যবহার করে মুখ পরিষ্কার করবেন কী ভাবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ২০:৪৭
Share:

জল ছাড়াই পরিষ্কার হবে মুখ! ছবি : শাটারস্টক।

শীতকালে ত্বক এমনিতেই খুব শুষ্ক এবং সংবেদনশীল থাকে, তাই জল ব্যবহার না করে বা খুব কম ব্যবহার করে মুখ পরিষ্কার করার কিছু চমৎকার পদ্ধতি রয়েছে, যা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

Advertisement

১. মাইসেলার ওয়াটার

একটি তুলোর প্যাড বা নরম কাপড়ে পরিমাণ মতো মাইসেলার ওয়াটার নিন। এবার আলতো করে পুরো মুখ এবং গলা মুছে নিন। এটি মেকআপ, ধুলো ও অতিরিক্ত তেল তুলে নিতে সাহায্য এটি জল ছাড়াই পরিষ্কার করে এবং ত্বককে শুষ্ক করে না। এটি সংবেদনশীল ত্বকের জন্যও নিরাপদ।

Advertisement

২. ক্লিনজিং মিল্ক

ক্লিনজিং মিল্ক বা ক্রিম ক্লিনজার হাতে নিয়ে আঙুলের ডগা দিয়ে আলতোভাবে মুখে ম্যাসাজ করুন। এরপর একটি পরিষ্কার নরম কাপড় বা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিন। এটি ময়লা পরিষ্কার করার পাশাপাশি ত্বকে আর্দ্রতা যোগায়।

৩. ক্লিনজিং অয়েল

ক্লিনজিং অয়েল হাতে নিয়ে সরাসরি মুখে লাগান এবং আলতোভাবে ম্যাসাজ করুন। তেল বা বাম মেকআপ এবং ময়লাকে দ্রবীভূত করবে। এরপর একটি হালকা উষ্ণ জলে ভেজানো নরম কাপড় বা ওয়াইপস দিয়ে আলতো করে মুছে ফেলুন।

৪. কাঁচা দুধ

দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বককে পরিষ্কার করে এবং এর চর্বি ত্বকের আর্দ্রতা বজায় রাখে। কিছুটা কাঁচা দুধ একটি তুলোর প্যাডে নিন। এই প্যাড দিয়ে পুরো মুখ আলতো করে মুছে নিন। দুধ ময়লা এবং মৃত কোষ দূর করতে সাহায্য করবে। এরপর হালকা টিস্যু দিয়ে মুছে নিন। জল দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই।

৫. ফেসিয়াল ওয়াইপস এবং অ্যালকোহল মুক্ত টোনার

দ্রুত মুখ পরিষ্কারের জন্য ময়েশ্চারাইজিং ফেসিয়াল ওয়াইপস ব্যবহার করতে পারেন। তবে নিয়মিত এটি ব্যবহার না করাই ভালো। অন্য দিকে অ্যালকোহলমুক্ত টোনার যেমন গোলাপজলও ব্যবহার করতে পারেন তাতে ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement