Monsoon Hair Mask

বর্ষায় চুলে কোন ধরনের মাস্ক লাগাতে পারেন? রইল সহজ তিনটি ঘরোয়া মাস্কের সন্ধান

বর্ষায় ভিজে থাকে চুল। আর স্যাঁতসেঁতে চুল ব্যাকটেরিয়ার জন্য অনুকূল। তাই চুলকে বর্ষাকালের নানা সমস্যা থেকে বাঁচাতে ভিতর থেকে শক্তিশালী করে তোলা জরুরি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ২০:৫০
Share:

ছবি : সংগৃহীত।

বর্ষায় চুল ঝরার সমস্যায় ভোগেন অনেকেই। কিন্তু বর্ষায় চুলের কী যত্ন নিতে হবে তা বুঝতে পারেন না অনেকেই।

Advertisement

বর্ষায় ভিজে থাকে চুল। আর স্যাঁতসেঁতে চুল ব্যাকটেরিয়ার জন্য অনুকূল। তাই চুলকে বর্ষাকালের নানা সমস্যা থেকে বাঁচাতে ভিতর থেকে শক্তিশালী করে তোলা জরুরি। তার জন্য বর্ষায় কয়েকটি হেয়ার মাস্ক ব্যবহার করা যেতে পারে।

১। কলা এবং মেয়োনিজ়

Advertisement

মেয়োনিজ়ও চুলের যত্নে সাহায্য করতে পারে। তাই খাবারের পাশাপাশি চুলের জন্যও কিছুটা বাঁচিয়ে রাখুন। কলার সঙ্গে মেয়োনিজ় মিশিয় একটি মিশ্রণ বানিয়ে তা চুলের গোড়া পর্যন্ত মেখে রাখুন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে চুলে ঝলমলে ভাব বজায় থাকবে, চুল হবে রেশমের মতো, পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টি পেয়ে শক্ত হবে চুলের গোড়া।

২। নিম এবং বেসন

ব্যাকটেরিয়ার সমস্যায় ভুগলে, মাথার ত্বকে চুলকানির মতো সমস্যা দেখা দিলে এই প্যাক ব্যবহার করা যেতে পারে। শুকনো নিমপাতার গুঁড়ো এবং বেসন একসঙ্গে মিশিয়ে তাতে জল দিয়ে পাতলা মিশ্রণ তৈরি করুন। এটি মাথার ত্বক এবং চুলে মেখে রাখুন। ৩০ মিনিট রেখে শুকিয়ে যাওয়ার পরে শ্যাম্পু করে নিন।

৩। মেথি বাটা

রাতভর মেথি দানা ভিজিয়ে রেখে সকালে তা বেটে একটি মিহি মিশ্রণ বানিয়ে নিন। মাথার ত্বক এব‌ং চুলে লাগিয়ে রেখে দিন আধ ঘণ্টা। তার পরে ধুয়ে ফেলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement