সাপের ভক্ত প্রিয়ঙ্কা চোপড়া? ছবি : সংগৃহীত।
পান্না হোক বা হিরে— প্রিয়ঙ্কা চোপড়া যে সব গয়না পরে ক্যামেরার সামনে হাজির হন, তা নিয়ে বরাবরই আলোচনা হয়। তবে এ বার তিনি যে গয়না পরে সামনে এলেন, তা দেখে স্বামী নিক জোনাসও একটু ঘাবড়ে গিয়েছেন।
বিভিন্ন শহরে ঘুরে ঘুরে গানের কনসার্ট করছেন নিক। মেয়ে মালতীকে নিয়ে তাঁর সঙ্গী হয়েছেন প্রিয়ঙ্কাও। এই ধরনের গান-সফরে গেলে প্রিয়ঙ্কা এবং নিক মাঝেমধ্যেই অবকাশে শহরের চারপাশটা ঘুরে দেখেন। সেই সব মুহূর্তের ছবিও শেয়ার করেন সমাজমাধ্যমে। প্রিয়ঙ্কার শেয়ার করা তেমন একটি ছবিতেই তাঁর নতুন গয়না দেখে চমকে গিয়েছেন ভক্তেরা। সাদা রঙের একটি লম্বা ঝুলের গলার টপের সঙ্গে আকাশি ফেডেড জিন্স পরেছেন প্রিয়ঙ্কা। তার সঙ্গে গলায় মালার মতো জড়িয়ে নিয়েছেন একটি প্রমাণ মাপের সাপ।
গলায় নতুন গয়না।
একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে গলায় জরানো সরীসৃপের গায়ে হাত বোলাচ্ছেন প্রিয়ঙ্কা। অন্য হাতে ধরে রয়েছেন সেটির মাথা। প্রিয়ঙ্কার হাতে বেশ নিশ্চিন্তেই রয়েছে সে। মাঝে মধ্যে চেরা জিভ বের করে আবার ঢুকিয়ে নিচ্ছে। প্রিয়ঙ্কার অবশ্য সে দিকে ভ্রুক্ষেপ নেই। নিকের প্রশ্নের উত্তরে তাঁকে বলতে শোনা যায়, ‘‘নতুন গয়নাটা দারুণ পছন্দ হয়েছে। এটা আমার নতুন সারপেন্টি।’’
প্রিয়ঙ্কার নতুন গয়না নিয়ে নিক খুব উৎসাহিত নন।
সারপেন্টি মানে সাপ বা সরীসৃপ। তবে ফ্যাশনজগতে এ নামের একটি বৈগ্রহিক গয়নার সংগ্রহও রয়েছে। যে গয়না পরার জন্য কোটি কোটি ডলার খরচ করতেও পিছপা হন না বিশ্বের কোটিপতি, অর্বুদপতিরা। গলার নেকলেস থেকে শুরু করে ঘড়ি, আর্মলেট, ব্রেসলেট, দুল-ও রয়েছে সার্পেন্টি কালেকশনে। যে আন্তর্জাতিক ব্র্যান্ড ওই গয়না তৈরি করে, তার নাম বুগেরি। সেই ব্র্যান্ডের অন্যতম মুখ আবার প্রিয়ঙ্কা।
সারপেন্টি নেকলেস, ব্রেসলেট এবং আংটি পরেছেন প্রিয়ঙ্কা।
প্রিয়ঙ্কার গলায় বহু বার দেখা গিয়েছে সার্পেন্টি নেকলেস। ইনস্টাগ্রামে গলায় সাপ জড়ানো ছবির সঙ্গে ওই নেকলেসের ছবিও পোস্ট করেছেন প্রিয়ঙ্কা। আর পোস্ট করেছেন একটি সিনেমার পোস্টার।
জঙ্গল বুক সিনেমার পোস্টার।
সিনেমার নাম জঙ্গলবুক। পোস্টারে একটি অজগরের ছবির উপরে লেখা আছে ‘প্রিয়ঙ্কা চোপড়া অ্যাজ় কা’। ‘কা’ জঙ্গলবুকের একটি খল চরিত্র। যে চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন প্রিয়ঙ্কা। অর্থাৎ সাপের কণ্ঠ থেকে কণ্ঠহারে সাপ এসেছে তাঁর ক্রমে ক্রমে। ছবিগুলি শেয়ার করে প্রিয়ঙ্কা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘এই সবক’টা ছবির মধ্যে কী মিল আছে, না!’’