Alia Bhatt at Cannes 2025

কানে অন্য রকম সাজে পাড়ি দিলেন আলিয়া ভট্ট! হাতে তিনলাখি ব্যাগ, বাকি পোশাক-আশাকের দাম কত?

ফ্রান্সের কানে আয়োজিত চলচ্চিত্র উৎসব সিনেমার থেকেও বেশি গুরুত্ব পায় তারকাদের ফ্যাশন। আর আলিয়া যে কেতাদুরস্ততায় কোনও কমতি রাখবেন না, তা শুরুতেই বুঝিয়ে দিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১৬:১৮
Share:

আলিয়া ভট্ট। ছবি : সংগৃহীত।

কান চলচ্চিত্র উৎসব থেকে মুখ ফেরাচ্ছেন না আলিয়া ভট্ট! শুক্রবারই তিনি রওনা হলেন ফ্রান্সের শহর কানের উদ্দেশে। যেখানে এখন সমাবেশ চলছে আন্তর্জাতিক ফ্যাশনের।

Advertisement

আলিয়ার এ বছর কানের লাল গালিচায় প্রথম দিনই হাঁটার কথা ছিল। কিন্তু হঠাৎই জানা যায়, অভিনেত্রী তাঁর নাম সরিয়ে নিয়েছেন প্রথম দিনের অতিথি তালিকা থেকে। তার পর থেকে কান চলচ্চিত্র উৎসবের দশ দিন কেটে গিয়েছে, তবু আলিয়াকে দেখা যায়নি। ফলে অনেকেই ভেবেছিলেন আলিয়া আর কান চলচ্চিত্র উৎসবে আসবেনই না হয়তো। কিন্তু সেই জল্পনায় ইতি টানলেন অভিনেত্রী নিজেই। শুক্রবার একটি ইনস্টাগ্রাম পোস্টে প্রথমে কানে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন আলিয়া। পরে তাঁকে ফ্রান্সের বিমান ধরতে মুম্বই এয়ারপোর্টেও দেখা যায়।

মুম্বই বিমানবন্দরে আলিয়া ভট্ট।

ফ্রান্সের কানে আয়োজিত চলচ্চিত্র উৎসবে সিনেমার থেকেও বেশি গুরুত্ব পায় তারকাদের সাজগোজ। ইতিমধ্যেই বলিউডের ঐশ্বর্য রাই বচ্চন, জাহ্নবী কপূর, জ্যাকলিন ফার্নান্দেজ় ফ্যাশনে দুনিয়ার নজর কেড়েছেন। আলিয়াও যে কেতাদুরস্ততায় কোনও কমতি রাখবেন না, তা বুঝিয়ে দিলেন শুরুতেই। বিমানবন্দরে আলিয়ার অন্য রকম সাজ দেখেই ভক্তেরা বলছেন, কানে ঐশ্বর্য এমনকি জাহ্নবীকেও টক্কর দিতে চলেছে আলিয়া।

Advertisement

শুক্রবার মুম্বই বিমানবন্দরে যে পোশাকে ঢুকলেন আলিয়া, সেই পোশাকেই তাঁর পৌঁছোনোর কথা এই মুহূর্তে ফ্যাশনের তীর্থস্থান কানে। সম্ভবত সে কথা মাথায় রেখেই সাজগোজ করেছিলেন আলিয়া। পরেছিলেন ফরাসি ব্র্যান্ড গুচির একটি ট্যাঙ্ক টপ আর ফ্লেয়ার্ড জিন্‌স। তবে তার সঙ্গে পরা গুচির ট্যানড জ্যাকেট এবং হাতব্যাগটি নজর কেড়েছে সবার।

কানে যাওয়ার জন্য ফরাসি ব্র্যান্ড গুচির পোশাক আশাক পরেছেন আলিয়া।

জানা গিয়েছে আলিয়ার গুচি হাতব্যাগের দাম কম করেও ৩ লক্ষ টাকা। জ্যাকেটটি তার থেকেও দামি। তার দাম ৪৯৮০ ডলার। অর্থাৎ, প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা। এ ছাড়া তাঁর পরনের জিন্‌সের দাম ১৪০০ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় এক লক্ষ ২০ হাজার টাকা। সাদা টপের দাম ৬৮০ ডলার, অর্থাৎ ৫৮ হাজার টাকা। রোদচশমাটিও একই ব্র্যান্ডের। তার দাম ৪০ হাজার টাকার কাছাকাছি। অর্থাৎ, সব মিলিয়ে প্রায় দশ লক্ষ টাকার পোশাক-আশাকে মুম্বই ছেড়ে কানে পাড়ি দিলেন আলিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement