Abhishek Bachchan

দুই হাতে দুটি ঘড়ি পরেন অভিষেক, নেপথ্যে কি শুধুই ফ্যাশন? রহস্য ফাঁস করলেন অভিনেতা

অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন মাঝে মধ্যেই দুটি ঘড়ি পরেন। এই অভ্যাসের নেপথ্যে রয়েছে একাধিক কারণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৪:৩৯
Share:

দুই হাতে দুটি আলাদা ঘড়ি পরেন অভিষেক বচ্চন। ছবি: ইনস্টাগ্রাম।

অভিনেতা অভিষেক বচ্চন বলিউডে তাঁর পৃথক ফ্যাশন বোধের জন্য পরিচিত। মাঝে মধ্যেই দেখা যায়, অভিষেক একটি নয়, দু’হাতে দুটি ঘড়ি পরেন। সম্প্রতি মুম্বইয়ে একটি প্রচার অনুষ্ঠানেও অভিনেতার দুই হাতের ঘড়ি অনুরাগীদের নজর কাড়ে। মুহূর্তে সেই ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।

Advertisement

শুধু অভিষেক নন, বচ্চন পরিবারের অনেকেই উভয় হাতে ঘড়ি পরেন। অমিতাভ বচ্চনকে দুটি ঘড়ি ব্যবহার করতে দেখা যায়। তবে এই অভ্যাসের নেপথ্য কারণ জানিয়েছেন অভিষেক।জানিয়েছেন, তাঁর মা জয়া বচ্চন প্রথম দু’হাতে ঘড়ি পরতে শুরু করেন। অভিষেকের স্কুলের দিনগুলি কেটেছিল বিদেশে। সে প্রসঙ্গ টেনে অভিনেতা বলেন, ‘‘স্থানীয় সময় এবং ইউরোপের সময়ে নজর রাখতে মা দু’হাতে দুটো ঘড়ি ব্যবহার করতেন। পরবর্তী সময়ে পরিবারের অনেকের ক্ষেত্রেই তা অভ্যাসে পরিণত হয়।’’

অনেক সময়ে অমিতাভ বচ্চনের হাতে তিনটি ঘড়িও দেখা গিয়েছে। বিগ বি জানিয়েছেন, তাঁর ইচ্ছানুযায়ী তিনি ঘড়ি পরেন। ২০১১ সালে একটি ছবির প্রচারে অমিতাভ হাতে একাধিক ঘড়ি পরতে শুরু করেন, যা পরবর্তী সময়ে নতুন ফ্যাশন তৈরি করে। তবে অভিষেকের দুটি ঘড়ির ক্ষেত্রে একটি সাধারণত স্মার্ট ওয়াচ থাকে। সারা দিন ফিটনেস সংক্রান্ত যাবতীয় তথ্য তিনি নজরে রাখতে পছন্দ করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement