Hair Fall Causes

পুজোর আগে চুলে বোটক্স বা কেরাটিন ট্রিটমেন্ট করাবেন? সাবধান করলেন ক্যাটরিনার কেশসজ্জাশিল্পী

বর্ষায় চুলের যে ক্ষতি হয়, তা সমাধানের জন্য অনেকেই সালোঁয় গিয়ে হেয়ার বোটক্স কিংবা হেয়ার কেরাটিনের সাহায্য নেন। অনেকেই প্রতি বছর পুজোর আগে এই সব ট্রিটমেন্ট করিয়ে থাকেন। তবে এই সব শৌখিন ট্রিটমেন্টগুলি কি আদৌ চুলের ক্ষতি রুখতে সাহায্য করে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৫:২৩
Share:

চুলের যত্ন নিতে গিয়ে উল্টে ক্ষতি করছেন না তো? ছবি: শাটারস্টক।

বর্ষাকাল মানেই সময়-অসময়ে বৃষ্টি। ছাতার আড়ালে বৃষ্টির ফোঁটা থেকে সব সময় নিজেকে বাঁচানো যায় না। বৃষ্টিভেজা চুল নিয়ে তখন হয় ঝামেলা। ভিজে চুল অর্ধেক ঘরে পড়ে থাকে, বাকিটা চিরুনিতে। তবে শুধু বৃষ্টির দোষ দিলে হবে না। গোটা বর্ষাকাল জুড়েই চুলের কিছু না কিছু সমস্যা লেগে থাকে। চুল ঝরা থেকে শুরু করে আরও নানা সমস্যা এসে জুড়ে বসে। এই সময় চুল অত্যধিক রুক্ষ হয়ে যায়। বর্ষায় চুলের যে ক্ষতি হয়, তা সমাধানের জন্য অনেকেই সালোঁয় গিয়ে হেয়ার বোটক্স কিংবা হেয়ার কেরাটিনের সাহায্য নেন। অনেকেই প্রতি বছর পুজোর আগে এই সব ট্রিটমেন্ট করিয়ে থাকেন। তবে এই সব শৌখিন ট্রিটমেন্টগুলি কি আদৌ চুলের ক্ষতি রুখতে সাহায্য করে? ফিরিয়ে দিতে পারে চুলের হারানো জেল্লা? কী বলছেন বলিউড নায়িকাদের কেশসজ্জাশিল্পী অমিত ঠাকুর? আলিয়া ভট্ট থেকে ক্যাটরিনা কইফ, প্রিয়ঙ্কা চোপড়া থেকে কিয়ারা আডবাণী, সকলেরই হেয়ারস্টাইল করে থাকেন অমিত। নীতা অম্বানীরও একাধিক বার হেয়ার স্টাইলিং করেছেন তিনি।

Advertisement

অমিতের মতে, চুলের যত্নে ট্রিটমেন্ট করাতে হবে ঠিকমতো, বুঝেশুনে। অমিত বলেন, ‘‘চুলের এক ধরনের ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্ট হল হেয়ার বোটক্স। প্রোটিন, ভিটামিন আর অ্যান্টিঅক্সিড্যান্টের সাহায্যে এই টিট্রমেন্ট করা হয়। তবে এই ট্রিন্টমেন্ট কাজ করে ৩-৪ মাস। অন্য দিকে কেরাটিন হল এমন একটি প্রোটিন, যা আমাদের চুলে থাকেই। চুলের কেরাটিন ট্রিটমেন্টের সময় বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়, যার মধ্যে অন্যতম হল ফর্ম্যালডিহাইড। এই রাসায়নিকটি থেকে ক্যানসারের ঝুঁকি থাকে। তার উপর দু’টো ট্রিটমেন্টের ক্ষেত্রেই তাপ ব্যবহার করা হয়, যা চুলের প্রোটিনের গঠন নষ্ট করে দেয়। সাময়িক ভাবে এই ট্রিটমেন্টগুলি চুলের জেল্লা ফিরিয়ে আনে, চুলের উস্কোখুস্কো ভাব দূর করতে সাহায্য করে। তবে বার বার এই ট্রিটমেন্টগুলি করালে চুলের ক্ষতির পরিমাণ উল্টে বেড়ে যেতে পারে।’’

তা হলে উপায়?

Advertisement

অমিতের মতে, চটজলদি লাভ পেতে এই সব কেমিক্যাল ট্রিটমেন্ট না করানোই ভাল। চুলের স্বাস্থ্য ভাল রাখবে এমন অভ্যাসগুলি রোজের জীবনে যোগ করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement