DIY Hair Serum

চুলের ঔজ্জ্বল্য আনতে জরুরি সিরাম দোকান থেকে কিনতে হবে না, বাড়িতেই বানিয়ে নিন

বাজার চলতি অধিকাংশ সিরাম পুরোপুরি রাসায়নিক বর্জিত নয়। ফলে চুলের ঔজ্জ্বল্য আনতে গিয়ে অজান্তেই চুলের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ২০:৩২
Share:

ছবি : সংগৃহীত।

চুলে ঝলমলে ভাব আনতে অনেকেই সিরাম লাগান। বাজারে নানা ধরনের সিরাম পাওয়াও যায়। কিন্তু সেই সমস্ত সিরাম পুরোপুরি রাসায়নিক বর্জিত নয়। ফলে চুলের ঔজ্জ্বল্য আনতে গিয়ে অজান্তেই চুলের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেই ক্ষতি এড়াতে বাড়িতেই বানিয়ে নিতে পারেন সিরাম। সহজ তিনটি উপায় জেনে নিন।

Advertisement

১। শুষ্ক চুলের জন্য

২ টেবিল চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ কাঠবাদামের তেল এবং ৫-৬ ফোঁটা ল্যাভেন্ডারের তেল একসঙ্গে মিশিয়ে সামান্য় গরম করে নিন। তার পরে ঠান্ডা হলে কাচের বোতলে ভরে রাখুন। ভিজে চুলে কয়েক ফোঁটা দিয়ে ভাল ভাবে মাখিয়ে নিন। বিশেষ করে চুলের ডগার দিকে বেশি দিন।

Advertisement

২। চুলের বৃদ্ধির জন্য

২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল, ২ টেবিল চামচ নারকেল এবং এবং ৫-৬ ফোঁটা রোজ়মেরি বা ল্যাভেন্ডারের তেল মিশিয়ে নিন। রাতে ঘুমনোর আগে চুলের গোড়ায় এবং চুলে ভাল ভাবে মাসাজ করুন। সারা রাত রেখে সকালে শ্যাম্পু করে নিন।

৩। চুলে বাড়তি ঔজ্জ্বল্য আনতে

৩ টেবিল চামচ গোলাপ জল, ১ টেবিল চামচ গ্লিসারিন এবং ৩ ফোঁটা ভিটামিন ই তেল এক সঙ্গে মিশিয়ে একটি স্প্রে বটলে ভরে নিন। ভিজে চুলে স্প্রে করে ভাল ভাবে চুলে মাসাজ করে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement