Alayas Depuffing Hack

মুখের ফোলা ভাব কমাতে আলায়ার ‘রাবার ব্যান্ড’ পদ্ধতি কি আদৌ কাজের?

কানে রাবার ব্যান্ড আটকে সুন্দরী হওয়ার কৌশল! আলায়া ফার্নিচারওয়ালার দেখানো পন্থা কি আদৌ কাজে আসে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৭:৫৬
Share:

আলায়ার রাবার ব্যান্ড কৌশল কি মুখের ধাঁচ বদলাতে পারে? ছবি: ইনস্টাগ্রাম।

কখনও ভক্তদের ‘ফিট’ থাকার মন্ত্র দেন। কখনও শেখান রূপচর্চার কৌশল। কখনও আবার কর্মতৎপর হয়ে ওঠার পরামর্শ দেন বলিউডের চর্চিত মুখ আলায়া ফার্নিচারওয়ালা।

Advertisement

পূজা বেদির কন্যা ইতিমধ্যে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। অভিনেত্রী হিসাবে খুব বেশি জনপ্রিয়তা না পেলেও, সমাজমাধ্যমে তিনি বেশ সক্রিয়। তাঁর অনুরাগীর সংখ্যাও কম নেয়। তাঁদের জন্যই মাঝেমধ্যে নানা রকম পরামর্শ দেন অভিনেত্রী।

সম্প্রতি তিনি শিখিয়েছেন মুখের ফোলাভাব কমানোর উপায়। তবে, আলায়া তা শিখেয়েছেন বললে খানিক ভুল হয়। বরং বলা যায়, ‘ডি-পাফিং’-এর ভাইরাল কোরিয়ান কৌশল পরখ করে দেখেছেন তিনি, দেখিয়েছেন অনুরাগীদের। আলায়ার বক্তব্য, এতে কাজ হয়।

Advertisement

বিষয়টি কী?

অনেকেরই গাল, চোখের নীচে ফোলা ভাব থাকে। সেই ফোলা ভাব কমানোর জন্য নানা রকম পদ্ধতি রয়েছে। মাসাজ, সঠিক খাওয়াদাওয়া, শরীরচর্চায় তা কমতে পারে। তবে, আলায়া ইনস্টাগ্রামে সহজ কৌশল দেখিয়ে বলছেন, ‘‘যদি বলি, দু’টি রাবার ব্যান্ডের সাহায্যে মাত্র ১০ মিনিটে মুখের ধাঁচ বদলে দেওয়া যায়?’’ অভিনেত্রী দেখিয়েছেন, চুল বাঁধার নরম মোটা ব্যান্ড তিনি কী ভাবে ১০ মিনিট কানে আটকে রেখেছেন। তার পরেই দেখা গিয়েছে যে কানে সেটি ব্যবহার করেছেন, সেই দিকের মুখের ধাঁচে খুব সূক্ষ্ম বদল এসেছে। তা থেকেই অভিনেত্রীর দাবি, এই কৌশল কাজ করছে।

দিল্লির ত্বকের চিকিৎসক বলছেন, নেহা খুরানা বলছেন, ‘‘আমাদের শরীরে থাকা লিম্ফ নোডসে কিছু ক্ষণ ধরে হালকা চাপ দিয়ে রাখলে শরীরে জমা অতিরিক্ত তরল বেরিয়ে যেতে সাহায্য করে। যার ফলে হালকা বদল চোখে পড়তে পারে।’’

তবে এই পন্থায় আস্থা রাখনে না আর এক ত্বকের চিকিৎসক মিক্কি সিংহ। তিনি মনে করেন, এই পন্থায় কানে ব্যথা হতে পারে। বদলে, ত্বকে জমে থাকা অতিরিক্ত তরল বার করে দেওয়া এবং ফোলা ভাব কমাতে ‘গুয়াসা’, ‘আইস রোলার’-এর সাহায্য নেওয়ার পক্ষপাতি তিনি। বলছেন, লিম্ফ্যাটিক তরল বার করে দিতে সঠিক পদ্ধতিতে মাসাজ়ও করা যেতে পারে।

তবে দুই চিকিৎকই মনে করেন, এই পদ্ধতিতে সাময়িক কাজ হতে পারে, মুখের ফোলা ভাব কমানোর এটি কোনও স্থায়ী সমাধান নয়। কেউ যদি এই পন্থা অবলম্বন করতে চান, সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement