চুলের রক্ষাকবচ হতে পারে ‘হিট প্রোটেক্ট্যান্ট স্প্রে’। ছবি: সংগৃহীত।
উৎসব-অনুষ্ঠান থাকলে কিংবা শখে এক-আধ বার সালোঁয় গিয়ে চুল সোজা করিয়েছেন কেউ। অনেকের আবার প্রায়শই চুল স্ট্রেট করার অভ্যাস। নিজের কোঁকড়া বা ঢেউখেলানো চুল অপছন্দ অথবা মাঝেমধ্যে সাজ বদলানোর শখ— যা-ই হোক না কেন, বাড়িতে কিনে রাখা হেয়ার স্ট্রেটনার যন্ত্রের ব্যবহার করছেন রোজ। অনেককেই আবার অনিচ্ছা সত্ত্বেও পেশার তাগিদে চুল সোজা করতে হয়। রোজ রোজ স্ট্রেটনার ব্যবহার করলে অতিরিক্ত তাপের কারণে কিন্তু চুলের বারোটা বাজে। চুলের এই ক্ষতি কিছুটা হলেও রুখতে পারে ‘হিট প্রোটেক্ট্যান্ট স্প্রে’।
স্ট্রেটনার ব্যবহারের আগে হিট প্রোটেক্ট্যান্ট স্প্রে ব্যবহার করলে তা রক্ষাকবচ হিসাবে কাজ করে। বাজারে এমন অনেক হিট প্রোটেক্ট্যান্ট স্প্রে রয়েছে, যা কেবল চুলকে তাপজনিত ক্ষতির হাত থেকে রক্ষা করে না, বরং বাড়িতে চুল সোজা করলেও সালোঁর মতো জেল্লা এনে দেয়। হেয়ার স্টাইলিং করার আগে নীচে বর্ণিত ৫টি হিট প্রোটেক্ট স্প্রের থেকে আপনার প্রয়োজন অনুযায়ী একটিকে বেছে নিতে পরেন।
শোয়ার্জ়কফ প্রফেশনাল ওএসআইএস প্লাস হেয়ার স্প্রে
যদি প্রায়ই চুল সোজা করেন, তা হলে শোয়ার্জ়কফ প্রফেশনাল ওএসআইএস প্লাস হেয়ার স্প্রে ব্যবহার করতে পারেন। এই স্প্রে তাপের হাত থেকে সুরক্ষা দিতে পারে। এটি চুল সোজা করার আগে চুলে সমান ভাবে লাগিয়ে ফেলতে হবে ঠিক একটি আস্তরণের মতো করে। এই স্প্রে চুলের গোড়াগুলিকে উচ্চ তাপমাত্রার হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এবং ঘন ঘন স্টাইলিংয়ের কারণে চুল যে শুষ্ক হয়ে পড়ে, সেই সমস্যাও দূর করে।
জলপাই তেলযুক্ত এই স্প্রে রুক্ষ ও এলোমেলো চুলকে গভীর ভাবে ময়েশ্চারাইজ় করে। কোঁকড়া চুলে হেয়ার স্টাইলিং করতে অনেক সময় অসুবিধা হয়। কোঁকড়া চুলের জন্যও এই স্প্রে দারুণ কাজের।
অ্যান্টিনর্ম লিভ-ইন হেয়ার ক্রিম— বাই বাই ব্লো ড্রাই
হেভি স্টাইলিং ছাড়াই চুলকে সোজা রাখতে চাইলে অ্যান্টিনর্ম বাই বাই ব্লো ড্রাই একটি স্মার্ট হিট-প্রোটেক্টিভ লিভ-ইন সলিউশন হিসেবে ব্যবহার করতে পারেন। এই মাল্টি-টাস্কিং ক্রিমটি মাস্কের মতো চুলকে ময়েশ্চারাইজ় করে, স্টাইলিং জেলের মতো মসৃণ করে এবং ফিনিশিং সিরামের মতো চুলে জেল্লা আনে।
বিশেষ ভাবে ভারতীয় আবহাওয়ার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এটি। এই ক্রিমটি চুলের উস্কোখুস্কো ভাব দূর করে এবং দূষণের হাত থেকেও চুলকে রক্ষা করে। এটি ব্যবহার করলে চুল আপনা থেকেই অনেকটা সোজা হয়ে যায়। ফলে চুলে অতিরিক্ত তাপ ব্যবহার না করলেও চলে। এই ক্রিম চুলকে চকচকে এবং পুষ্ট রাখে।
মক্সি বিউটি ফায়ারফাইটার হিট প্রোটেকশন স্প্রে
নামের মতোই, মক্সি বিউটি ফায়ারফাইটার হিট প্রোটেকশন স্প্রে চুল সোজা করার আগে চুলের প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে। এই তেল-ভিত্তিক ফর্মুলাটি চুলকে ৪৫০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপ থেকে রক্ষা করে এবং ফ্ল্যাট আয়রনের কারণে ঘটা ক্ষতি থেকে চুলকে বাঁচায়। শুষ্কতা, চুল ভাঙা এবং নিষ্প্রাণ ভাব প্রতিরোধে সাহায্য করে।
পুষ্টিকর আর্গান তেল এবং জলপাই তেল সমৃদ্ধ এই স্প্রেটি চুলের গোড়া মজবুত করে ও আর্দ্রতা জোগায়। চুলে একটি প্রাকৃতিক, উজ্জ্বল আভা আনতে সাহায্য করে। স্প্রেটি চুলের কোঁকড়া ভাব মসৃণ করে এবং তীব্র তাপ প্রয়োগের পরেও চুলকে নরম ও স্বাস্থ্যকর রাখে।
ট্রেসেমে থার্মাল ক্রিয়েশনস হিট টেমার প্রোটেক্টিভ স্প্রে
যাঁরা নিয়মিত হিট স্টাইলিং করেন, তাঁদের জন্য এই প্রসাধনীটি দারুণ কাজের। চুল সোজা করার আগে সুরক্ষা দিতে এবং আর্দ্রতা ধরে রাখতে এটি তৈরি করা হয়েছে। এটি ৪৫০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপ থেকে সুরক্ষা দেয় এবং ফ্ল্যাট আয়রন ও অন্যান্য যন্ত্রের কারণে হওয়া ক্ষতি প্রতিরোধে সাহায্য করে। উদ্ভিদ নির্যাস সমৃদ্ধ এই ফর্মুলাটি চুলকে স্বাস্থ্যোজ্জ্বল দেখাতে সাহায্য করে। সোজা করার পর চুলে জেল্লা আনে এই স্প্রে।
এর হালকা টেক্সচার চুলে কোনও জড়তা ছাড়াই সমান ভাবে ছড়িয়ে পড়ে। এটি রোজ চুলে ব্যবহার করা যায়। বাড়িতে স্টাইলিং করুন বা ব্যস্ত সকালে চুলে টাচ-আপ, সালোঁর মতো এই স্প্রে চুলের স্বাস্থ্যের কোনও ক্ষতি না করেই চুলকে মসৃণ ও সোজা রাখতে সাহায্য করে।
ল'ওরিয়াল প্যারিস এলনেট সাটিন হেয়ারস্প্রে
এই হেয়ার স্প্রে চুলকে তাপের হাত থেকে সুরক্ষা দিতে এবং সোজা চুলের সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে। এতে থাকা আর্গান অয়েল চুলে ঔজ্জ্বল্য ও কোমলতা যোগ করে। হিট স্টাইলিংয়ের পরেও চুলে মসৃণ ও ঝলমলে ভাব বজায় রাখতে সাহায্য করে।
এর অতি-সূক্ষ্ম মাইক্রো-ডিফিউজ়ার স্প্রে চুলে সমান ভাবে ছড়িয়ে পড়ে এবং এক বার ব্রাশ করলেই চুলের সঙ্গে মিলিয়ে যায়। চুল সোজা করার পর ব্যবহার করলে এটি চুলের উস্কোখুস্কো ভাব দূর করে, চুলে সাটিনতুল্য ফিনিশ যোগ করে। চুল ভারী হয় না, বরং মসৃণ ও পরিপাটি দেখায়।