চুল ঝরা রুখতে কোন কৌশল শেখালেন জাভেদ হাবিব? ছবি: সংগৃহীত।
সকালে উঠে তাড়াহুড়ো করে অফিস বেরোচ্ছেন। চুল ভিজিয়ে স্নান করলে, ভিজে চুল নিয়ে বিড়ম্বনার শেষ থাকবে না। তাই জল বাদ! এমন ভাবনায় আপনিও কি বিশ্বাসী?
চুলের যত্ন, ভুলভ্রান্তি নিয়ে কোন ধারণা সঠিক, কোনটি নয়— তা নিয়েই পরামর্শ দিলেন কেশসজ্জাশিল্পী জাভেদ হাবিব। ভারতে তো বটেই, বিশ্বেও তাঁর নাম কেউ কেউ জানেন। কেশসজ্জাশিল্পী হিসাবে তাঁর জনপ্রিয়তা যথেষ্ট। অসংখ্য শিক্ষার্থীকে তিনি হাতে-কলমে কাজও শিখিয়েছেন।
জাভেদ মাঝেমধ্যেই সমাজমাধ্যমে কেশচর্চার কৌশল, ভুলভ্রান্তি নিয়ে আলোচনা করেন। পরামর্শও দেন। সম্প্রতি তিনি শেখালেন, কোন কৌশল মানলে চুল ঝরার সমস্যা দূর হবে। এ জন্য, নামীদামি প্রসাধনী নয়, কেশসজ্জাশিল্পী বেছে নিতে বলেছেন সর্ষের তেল।
অনেকেই শুধু চুল ঝরা নয়, খুশকির সমস্যাতেও ভোগেন। খুশকিকে চুলের ‘চিরশত্রু’ বলে চিহ্নিত করে জাভেদ জানাচ্ছেন, কারও কারও ধারণা চুলে নিয়মিত জল দেওয়ার দরকার নেই। নিয়মিত শ্যাম্পুও করা ঠিক নয়। কিন্তু দিনের পর দিন চুল ঠিকমতো পরিষ্কার না করলেই মাথার ত্বকে সমস্যা দেখা দেবে। খুশকিও হবে। মাথার ত্বক থেকে সাদা গুঁড়ো উঠতে থাকবে।
সমাধান কী?
নিয়মিত চুল ধোয়া জরুরি। ভিজে চুলে মাখতে হবে একটুখানি খাঁটি সর্ষের তেল। মিনিট পাঁচেক রেখে শ্যাম্পু করে নিতে হবে। জাভেদের পরামর্শ, তেল মাখতে হবে ভিজে চুলেই, শুকনো চুলে নয়। মাসাজ় করার দরকার নেই। এমনি রেখে দিলেই হবে। শ্যাম্পুর বদলে কেউ রিঠাও মাখতে পারেন। তবে নিয়মিত এই কৌশল চুল স্বাস্থ্যোজ্জ্বল রাখবে।
জাভেদের পরামর্শ
উত্তর ভারত-সহ একাধিক রাজ্যে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার জন্য যথেষ্ট ঘাম হয়। যে সব জায়গায় এমন পরিবেশ রয়েছে সেখানে চুলে খুশকি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। জাভেদের পরামর্শ, কিন্তু সঠিক পদ্ধতিতে চুলের যত্ন নিলে এবং তেল মাখলে ৫০-এর আগে চুল ঝরার কথাই নয়। যদি ঝরে, বুঝতে হবে পরিচর্যায় খামতি রয়েছে।