গুড় কী ভাবে মাখলে ত্বকের জেল্লা ফিরবে? ছবি: ফ্রিপিক।
গুড় দিয়ে সন্দেশ-রসগোল্লা, পিঠে-পুলি তো বানানো হয়েই থাকে। কিন্তু তার বাইরে কি গুড়ের আর কোনও ব্যবহার নেই? গুড় দিয়ে যে রূপচর্চাও করা যায়, তা জানতেন?
রূপচর্চায় দিব্যি ব্যবহার করা যায় গুড়। তাতে ত্বকের জেল্লা তো ফিরবেই, সঙ্গে হবে আরও নানা ধরনের উপকার।
বিভিন্ন ভিটামিন ও খনিজ পদার্থের উপস্থিতির কারণে সহজেই ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান হতে পারে গুড় খেলে। কমতে পারে ব্রণও। 'ইন্টারন্যাশনাল জার্নাল অফ মলিকিউলার সায়েন্স'-এ প্রকাশিত গবেষণাপত্র অনুসারে, বলিরেখা থেকে মুক্তি দিতে পারে গুড়। তিলের সঙ্গে মিশিয়ে মুখে গুড় মাখলে উধাও হতে পারে বলিরেখা।
১ চামচ গুড়ের সঙ্গে এক চা চামচ মধু ও তাতে কয়েক ফোঁটা লেবুর রস মেশালে খুব ভাল স্ক্রাবার তৈরি হবে। ত্বকে মালিশ করে ১০ মিনিট রেকে ঈষদোষ্ণ জলে মুখ ধুয়ে নিতে হবে। গুড় ও মধুর এই প্যাক সপ্তাহে ১ দিন বা দু’দিন ব্যবহার করলে ত্বকের মৃত কোষ দূর হবে। তারকাদের মতো ঝলমল করবে ত্বক।
গুড়ের সঙ্গে বেসন মিশিয়েও মুখে মাখা যায়। সে ক্ষেত্রে ১ চামচ গুড়ের সঙ্গে ১ চামচ বেসন ও ১ চামচ গোলাপ জল মিশিয়ে মুখে মেখে নিন। ২০ মিনিট পরে মুখ ধুয়ে ফেলতে হবে। এই প্যাক সপ্তাহে ২ দিন ব্যবহার করলে, রোদে পোড়া দাগছোপ উঠে যাবে।
ত্বক খুব শুষ্ক হলে, ১ চামচ গুড়ের সঙ্গে ১ চামচ অ্যালো ভেরা জেল মিশিয়ে মুখে মাখতে হবে। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। এই প্যাক সপ্তাহে তিন দিন ব্যবহার করলে ত্বক নরম ও মসৃণ হবে।
ত্বকের পাশাপাশি, চুলেরও যত্ন নিতে পারে গুড়। মুলতানি মাটি, গুড় ও দই মিশিয়ে একটি প্যাক তৈরি করতে হবে। দশ মিনিট পরে চুল ধুইয়ে ফেলুন। নিয়মিত এই প্যাক লাগালে চুল হবে ঘন কালো, বাড়বে জেল্লাও।