চুলের ঘনত্ব বৃদ্ধি করতে কী কী করবেন? ছবি: ফ্রিপিক।
খুব চুল পড়ছে? খুশকির সমস্যা বাড়ছে বা চুলের ডগা ফেটে যাচ্ছে? চুলের যাবতীয় সমস্যার সমাধান রয়েছে ঘরোয়া টোটকায়। স্বাভাবিক নিয়মে আমাদের মাথা থেকে প্রত্যেক দিন ১০০টি চুল পড়ে। নতুন চুলও গজায়। কিন্তু এই ভারসাম্য নষ্ট হয়ে গেলেই চুল পাতলা হয়ে আসে। বয়সের সঙ্গে সঙ্গে কিছুটা হলেও নতুন চুল গজানোর হার কমে আসে। তবে দামি প্রসাধনী না মেখে ঘরোয়া কয়েকটি টোটকার উপর ভরসা রাখলে চুল গজাবে অচিরেই। পুজোর আগে যদি চুলের ঘনত্ব বৃদ্ধি করতে চান, তা হলে কিছু উপায় রয়েছে।
চুলের ঘনত্ব বৃদ্ধির উপায় কী কী?
১) হাতে খানিকটা নারকেল তেল নিয়ে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভাল করে মাখিয়ে নিন। ডগার দিকটায় বেশি করে মাখাবেন। এ বার চুল শাওয়ার ক্যাপে জড়িয়ে এক ঘণ্টা রাখুন। তার পর শ্যাম্পু করে বাড়তি তেল ধুয়ে ফেলুন। চুল শুকোনোর জন্য ড্রায়ার ব্যবহার করবেন না, হাওয়ায় শুকিয়ে নিন।
২) বিভিন্ন ভিটামিন এবং খনিজে ভরপুর আমলকিতে রয়েছে অজস্র ফাইটোনিউট্রিয়েন্টস। তা মাথায় রক্ত সঞ্চালনের মাত্রা বৃদ্ধি করে। ফলে চুল বাড়েও তাড়াতাড়ি। আমলকির রস চুলে মাখলে ঘনত্ব বাড়বে খুব তাড়াতাড়ি।
৩) চাল ধোয়া জল চুলে লাগালে খুব তাড়াতাড়ি চুলের বৃদ্ধি হবে। চাল ধুয়ে সেই জল চুলে লাগিয়ে এক ঘণ্টা রেখে ধুয়ে নিতে হবে।
৪) মেথির মধ্যে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান রয়েছে। যা খুশকির হাত থেকে চুলকে রক্ষা করে। মাথার ত্বক শুষ্ক হয়ে চুলকানি বা র্যাশের সমস্যা হলেও তা কমিয়ে দিতে পারে মেথি।
৫) পাকা পেঁপে চুলের জন্য খুব ভাল। পেঁপের সঙ্গে যদি আমন্ড অয়েল আর টক দই মেশানো যায়, তা হলে চুলের আর্দ্রতার পরিমাণও বহুগুণ বেড়ে যায়। পেঁপে চটকে নিন, তাতে মেশান টক দই আর কাঠবাদামের অয়েল। মিশ্রণটা ভাল ভাবে চুলে মেখে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। খুব তাড়াতাড়ি চুল বাড়বে। মসৃণও হবে।