Sara Ali Khan

বিয়েবাড়িতে সারার সাজে সাজতে চান? কী ভাবে তৈরি করবেন অভিনেত্রীর মতো মেকআপ লুক

সারা কখনওই খুব বেশি চড়া মেকআপ পছন্দ করেন না। ছিমছাম সাজেই মোহময়ী রূপে ক্যামেরাবন্দি হন তিনি। হালকা মেকআপ করেও কী ভাবে ভিড়ের মাঝে নজর কাড়া যায়, শিখে নিন সারার থেকে। রইল সারার মতো মেকআপ লুক তৈরি করার পর পর ধাপ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ১৯:৩৬
Share:

কী ভাবে সাজে সারার মতো চমক আনবেন? ছবি: ইনস্টাগ্রাম।

বলিউডের বিভিন্ন অভিনেত্রীর মেকআপ লুক আমরা অনুকরণ করতে চাই। আপনি কি হালকা মেক আর করতে পছন্দ করেন? গাঢ় রঙের লিপস্টিক, উজ্জ্বল রঙের আইশ্যাডোর মিলমিশেই যে সুন্দর হয়ে উঠতে হবে এমন কিন্তু মানে নেই। বরং ‘নো মোক আপ’ লুকেও আপনি হয়ে উঠতে পারেন অনন্যা। বিয়েবাড়ি হোক কিংবা পুজো, অনেকেই আছেন, যাঁরা হালকা মেকআপ করতে পছন্দ করেন। সে ক্ষেত্রে কিন্তু সারা আলি খানের সাজে আপনি হয়ে উঠতে পারেন অনন্যা।

Advertisement

সারা কখনওই খুব বেশি চড়া মেকআপ পছন্দ করেন না। ছিমছাম সাজেই মোহময়ী রূপে ক্যামেরাবন্দি হন তিনি। হালকা মেকআপ করেও কী ভাবে ভিড়ের মাঝে নজর কাড়া যায়, শিখে নিন সারার থেকে। রইল সারার মতো মেকআপ লুক তৈরি করার পর পর ধাপ।

১) প্রথমে ভাল করে টোনার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এ বার প্রাইমার নিয়ে সারা মুখে ভাল করে লাগিয়ে নিন। ত্বকে উন্মুক্ত রন্ধ্রের সমস্যা থাকলে সিলিকন বেস প্রাইমার ব্যবহার করুন।

Advertisement

২) এ বার একটি ম্যাট ফিনিশ ফাউন্ডেশন নিয়ে সারা মুখে ভাল ভাবে লাগিয়ে নিন। ফাউন্ডেশনের রং যেন আপনার ত্বকের রঙের সঙ্গে মানানসই হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে।

৩) এর পর চোখের তলায় এবং দাগছোপ আছে এমন জায়গায় খুব অল্প মাত্রায় কনসিলার ব্যবহার করে স্পঞ্জ দিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন।

সারা কখনওই খুব বেশি চড়া মেকআপ পছন্দ করেন না।

৪) আইব্রো পেনসিল দিয়ে ভাল করে ভ্রুজোড়া শেপ করে নিন। চোখের মেকআপের জন্য প্রথমে হালকা ব্রাউন শেডের আইশ্যাডো চোখের পাতায় ব্যবহার করুন। ‘ওয়াটার লাইন’ ও ‘ল্যাশ লাইনে’-এ কাজল ব্যবহার করুন। আইল্যাশ কার্লার দিয়ে চোখের পাতা কার্ল করে নিন। মাস্কারা ব্যবহার করে নিলেই সম্পূর্ণ হবে চোখের সাজ।

৫) এ বার হালকা গোলাপি ব পিচ রঙের ব্লাশ ব্যবহার করুন। তার থেকে গাঢ় রঙের কনটোর দিয়ে নাক, চোয়ালের নীচের অংশে কনটোরিং করুন। হালকা করে হাইলাইটার ব্যবহার করুন। খুব চকচকে যেন না দেখায় সে দিকে খেয়াল রাখে হবে।

৬) প্রথমে হালকা বাদামি রঙের লিপলাইনার পরুন। ন্যুড শেডের ম্যাট লিপস্টিক লাগিয়ে নিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন