Avoid Lipstick Storing Mistakes

রাখার ভুলেই নষ্ট হতে পারে দামি লিপস্টিক, কোথায় রাখলে তা অনেক দিন ভাল থাকবে?

শখের লিপস্টিক নষ্ট হতে পারে রাখার ভুলেই। কী ভাবে তা রাখলে দীর্ঘ দিন পর্যন্ত ভাল থাকবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ১৯:৪৪
Share:

কোথায় রাখলে দীর্ঘদিন ভাল থাকবে লিপস্টিক? ছবি: সংগৃহীত।

শখের লিপস্টিক যদি লাগাতে গিয়ে দেখেন, সেটির গায়ে বিন্দু বিন্দু জল জমছে, বা লিপস্টিকটি শুকিয়ে গিয়েছে, মনখারাপ তো হবেই। আসলে রাখার ভুলেই এমনটা হতে পারে। কেউ লিপস্টিক ফেলে রাখেন যেখানে-সেখানে। কেউ আবার গাড়িতেও তা ফেলে রেখে দেন। কোথায় রাখলে লিপস্টিক ভাল থাকবে।

Advertisement

১। অনেকেই লিপস্টিকের শেড দেখতে সুবিধা হবে বলে সেটি উল্টো করে রাখেন। এতে শেড দেখা যায় ঠিকই, কিন্তু এ ভাবে তা রাখলে, লিপস্টিক নষ্ট হয়ে যেতে পারে।

কৌটো বা লিপস্টিক রাখার নির্দিষ্ট খোপ কাটা বাক্সে সেগুলি সোজা করে সাজিয়ে রাখুন।

Advertisement

২। অনেকেই ব্যাগে লিপস্টিক রেখে দেন। ব্যাগ পাল্টানোর সময় মনে না থাকলে লিপস্টিক সেখানেই পড়ে থাকে। দিনের পর দিন ব্যাগে এই ভাবে লিপস্টিক থাকলে সেটি নষ্ট হতে পারে। তা ছাড়া, আর পাঁচটি জিনিসের মধ্যে রাখলে লিপস্টিকের ঢাকনা খুলে গিয়েও সেটি নষ্ট হয়ে যেতে পারে। বদলে ব্যাগেই একটি লিপস্টিক হোল্ডার রাখুন।

ব্যাগের সঙ্গে লিপস্টিক হোল্ডারে রাখুন লিপস্টিক। ছবি:সংগৃহীত।

৩। গাড়ির মধ্যে যেখানে সেখানে লিপস্টিক রেখে ভুলে যান অনেকে বা সচেতন ভাবেই তা রেখে দেওয়ার অভ্যাস থাকে অনেকেরই। কিন্তু গাড়ি বন্ধ করে চলে গেলে সেখানে তাপ বেড়ে যায়। তা ছাড়া গাড়ির মধ্যে বদ্ধ জায়গায় থাকার ফলে তাপমাত্রার হেরফেরে লিপস্টিক দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

টিউব লিপস্টিক ফ্রিজে রেখে দিতে পারেন বা ঠান্ডা জায়গায়। এতে তা অনেক দিন পর্যন্ত ভাল থাকে। সরাসরি রোদ পড়ে বা যে ঘর ভীষণ তেতে থাকে, সেখানে লিপস্টিক না রাখাই ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement