Rice Flour Skin Care

বড়দিনে পার্টির জন্য মেকআপ তো করবেন, তার আগে ত্বকের প্রস্তুতির প্রয়োজন, সহায় হবে একটি গুঁড়ো

বড়দিনে পার্টির নিমন্ত্রণ। ভাল জামাকাপড় বাছাইয়ের পাশাপাশি ত্বককে ভাল করে প্রস্তুত করা দরকার, যাতে মেকআপ দীর্ঘস্থায়ী হয় এবং ত্বকে জেল্লা ফিরে আসে। তার জন্য হেঁশেলের একটি সাধারণ উপকরণ গুঁড়ো করুন। তা দিয়েই ফেসপ্যাক তৈরি করুন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৯
Share:

বড়দিনের জন্য হেঁশেলের সাধারণ উপকরণ দিয়ে ত্বকচর্চা। ছবি: এআই সহায়তায় প্রণীত।

শীতের সময়ে ছুটি মানেই দিনভর বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি আর আড্ডা। হিমেল হাওয়ায় কখন যে রোদ আপনার ত্বকের ক্ষতি করা শুরু করেছে, আপনি বুঝতেও পারেননি। ত্বকে কালো ছোপ পড়েছে, জেল্লা হারিয়ে নিস্তেজ হয়েছে, শুষ্ক ও রুক্ষ হয়েছে মুখ। এ দিকে দিন দুয়েক পরেই বড়দিনের পার্টি। তার আগে ফেসিয়ালের জন্য পার্লার বা সালোঁয় গিয়ে টাকা খরচ না করে বাড়িতেই বিশেষ ফেসপ্যাক বানিয়ে নিন। তা দিয়ে ত্বকচর্চা করে নিন, যাতে মেকআপও মুখে দীর্ঘস্থায়ী হয় আর হারানো জেল্লা ফিরে পায় আপনার ত্বক।

Advertisement

রান্নাঘরে থাকা সাধারণ একটি উপকরণ দিয়ে ত্বকের যত্ন নেওয়া সম্ভব, যদি সঠিক ভাবে ব্যবহার করা যায়। বিশেষ এক গুঁড়ো দিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন চটজলদি। বানানোর পদ্ধতি, ব্যবহারের পদ্ধতি জেনে নিন বড়দিনের আগেই। সকলের বাড়িতেই চাল থাকে। সেই চালের গুঁড়ো বহু দিন ধরেই রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে। আপনিও পার্টির জন্য ত্বককে প্রস্তুত করুন চালগুঁড়ো দিয়েই।

চালের গুঁড়ো দিয়ে কী ভাবে ফেসপ্যাক বানাবেন? ছবি: সংগৃহীত।

চালের গুঁড়োর মধ্যে প্রাকৃতিক স্টার্চ, ভিটামিন ও খনিজ উপাদান থাকে, যা ত্বক পরিষ্কার করতে, মৃত কোষ সরাতে এবং মুখের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে সাহায্য করে। ঘরে তৈরি চালের গুঁড়োর ফেসপ্যাক ব্যবহার করলে ত্বক মসৃণ, পরিষ্কার ও সতেজ দেখাবে। তার উপর মেকআপ করলে তা দীর্ঘস্থায়ী হবে। শুধু তা-ই নয়, ব্রণ আর প্রদাহের সমস্যা থাকলে, তা থেকেও মুক্তি দেবে চালগুঁড়ো। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে চালের গুঁড়ো খুব কার্যকর। এটি ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে নেয়, ফলে মুখ বেশি তেলচিটে দেখায় না। তবে কেবল চালগুঁড়ো নয়, তার সঙ্গে কয়েকটি উপাদান মিশিয়ে ব্যবহার করলে সেরা ফল মিলবে।

Advertisement

চালগুঁড়ো দিয়ে ফেসপ্যাক বানাবেন কী ভাবে?

একটি নয়, একাধিক উপায়ে ফেসপ্যাক বানানো যায় চালগুঁড়ো দিয়ে।

ত্বকের ঔজ্জ্বল্য ফিরে পাওয়ার ফেসপ্যাক

ফেসপ্যাক বানাতে দুই টেবিল চামচ চালের গুঁড়ো নিন। তার সঙ্গে প্রয়োজন মতো দুধ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। দুধের বদলে গোলাপজলও ব্যবহার করা যায়। ভাল করে মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

ব্রণ দূর করার ফেসপ্যাক

চালের গুঁড়োর সঙ্গে মধু এবং লেবুর রস মিশিয়ে মুখে মাখুন। কয়েক মিনিট রেখে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

কাচের মতো স্বচ্ছ ত্বক পাওয়ার ফেসপ্যাক

কোরিয়ানদের মতো উজ্জ্বল ত্বক পেতে চালের গুঁড়োর সঙ্গে ইয়োগার্ট ও মধু মেশানো যায়। মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ত্বকের দাগ ধীরে ধীরে হালকা হয়ে স্বচ্ছ হবে।

ত্বকের বার্ধক্য রোধের জন্য ফেসপ্যাক

ডিমের সাদা অংশ আর শসার রস চালের গুঁড়োয় মিশিয়ে প্যাক বানিয়ে নিন। মিনিটখানেক রেখে মুখ ধুয়ে নিন। টানটান ত্বক পেতে এই পদ্ধতিতে ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন।

ফেসপ্যাক ব্যবহার করার আগে মুখ ভাল করে পরিষ্কার করা জরুরি। চোখের চারপাশে এই প্যাক মাখবেন না। প্যাক শুকিয়ে গেলে জোরে ঘষে তুলবেন না। আলতো চাপে জল দিয়ে ধুয়ে ফেলবেন। ফেসপ্যাকের পর ময়েশ্চারাইজ়ার ব্যবহার করতে হবে, যাতে শুষ্কতা গ্রাস না করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement