Skin Care Tips

এসিতেই কাটে দীর্ঘ ক্ষণ, রুক্ষ ত্বকে আর্দ্রতার পরশ দিতে মাখুন নারকেলের দুধের মাস্ক

দীর্ঘ ক্ষণ এসিতে থাকার প্রভাব কি ত্বকেও পড়ছে? রুক্ষ হয়ে যাচ্ছে মুখ? দিনের শেষে মুখে মাখুন নারকেলের দুধের মাস্ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ২০:০২
Share:

কোন মাস্কে ত্বক হবে কোমল এবং সুন্দর? ছবি: ফ্রিপিক।

কর্পোরেট অফিসে সর্ব ক্ষণই এসি চলে। গরমের দাপটে রাতেও বাড়িতে বাতানুকূল যন্ত্র চালাতে হয়। দীর্ঘ ক্ষণ এসিতে থাকার প্রভাব কি ত্বকেও পড়ছে? রুক্ষ হয়ে যাচ্ছে মুখ?

Advertisement

ত্বকের যত্ন নিতে বানিয়ে ফেলুন নারকেলের দুধের মাস্ক। ভিটামিন, খনিজ, ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর নারকেলের দুধ ত্বককে গভীর ভাবে আর্দ্র রাখতে সাহায্য করে। বিশেষত যাঁদের ত্বকের ধরন শুষ্ক, তাঁদের জন্য মাস্কটি বিশেষ উপযোগী। ব্যবহারও সহজ।

নারকেল কুরিয়ে গরম জল মিশিয়ে তা থেকে দুধ বার করে নিন। নারকেলের দুধ কাচের শিশিতে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন ৪-৫দিন। আবার বাজারচলতি নারকেলের দুধও কেনা যায়।

Advertisement

১। নারকেলের দুধের সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিন। ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে মেখে নিন। মিনিট দশেক রেখে তুলে ফেলুন। এতে মুখে লাবণ্য ফিরবে।

২। ত্বক যদি রোদে কালো হয়ে যায় তা হলে নারকেলের দুধের সঙ্গে এক চিমটে হলুদ মিশিয়ে নিন।

৩। নারকেলের দুধের সঙ্গে ১ চা-চামচ ওট্স গুঁড়ো মিশিয়েও মুখে মাখতে পারেন। হালকা হাতে মালিশ করলে ত্বক থেকে মৃত কোষ ঝরে যাবে। ত্বকের আর্দ্রতা বাড়বে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement