sugar face mask

চিনি কি শুধুই ক্ষতি করে? ত্বকের পরিচর্যায় চিনির উপকারিতাও রয়েছে, বানিয়ে নিন ফেসমাস্ক

চিনি ত্বকের মৃতকোষ দূর করতেও সাহায্য করে। তাই চিনি খেতে না পারুন, তা দিয়ে বানিয়ে ফেলুন ফেস প্যাক। জেনে নিন তা দিয়ে ত্বকের যত্ন নিলে কী কী উপকার মিলবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ২০:৩৪
Share:

ছবি : সংগৃহীত।

চিনি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। কিন্তু চিনি ত্বকের পরিচর্যায় কাজে লাগতে পারে। রূপচর্চা শিল্পীরা বলেন, চিনিতে রয়েছে ত্বককে আর্দ্র রাখার ক্ষমতা। পাশাপাশি, চিনি ত্বকের মৃতকোষ দূর করতেও সাহায্য করে। তাই চিনি খেতে না পারুন, তা দিয়ে বানিয়ে ফেলুন ফেস প্যাক। জেনে নিন তা দিয়ে ত্বকের যত্ন নিলে কী কী উপকার মিলবে।

Advertisement

চিনির ত্বকের উপকার করে কী ভাবে?

প্রাকৃতিক হিউমেক্ট্যান্ট যা আর্দ্রতা ধরে রাখে

Advertisement

ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে

ত্বকের রং এবং মসৃণতা ধরে রাখতে সাহায্য করে

চিনিতে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান ব্রণ এবং প্রদাহ কমাতে সাহায্য করে

কী ভাবে বানাবেন চিনির ফেসমাস্ক?

উপকরণ:

২ টেবিল চামচ বড় দানার চিনি

১ টেবিল চামচ অলিভ অয়েল বা নারকেল তেল

১ টেবিল চামচ মধু

১ চা চামচ লেবুর খোসা কুঁচি

প্রণালী:

একটি ছোট পাত্রে, চিনি, জলপাই তেল এবং মধু একসাথে ভাল ভাবে মিশিয়ে ফেটিয়ে নিয়ে একটি লেই তৈরি করুন। এর সঙ্গে মিশিয়ে দিন লেবুর খোসা কোরানো। এটি তিন দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করা যাবে।

প্রয়োগ:

চোখের চারপাশটি এড়িয়ে ওই মাস্ক লাগান। দু’-এক মিনিট আলতো হাতে মাসাজ করুন। তার পরে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার ওই মাস্ক ব্যবহার করতে পারেন। তবে ত্বক সংবেদনশীল হলে এক বার ব্যবহার করে দেখুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement