Ethnic Winter Wear for Men

পার্টি হোক বা বিয়ের অনুষ্ঠান! শীতে ভারতীয় পোশাকেও জমকালো এবং ‘স্মার্ট’ সাজা যায়!

শীতভর পার্টি চলবে। আর ক’দিন পরে শুরু হবে বিয়ের মরসুমও। শীতে পুরুষেরা সেই সব বিশেষ অনুষ্ঠানে কেমন সাজতে পারেন? রইল কিছু সাজ-সাজেশন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৭:০৯
Share:

ছবি : সংগৃহীত।

শীতে সোয়েটার-জ্যাকেট-মাফলারের ক্যাজ়ুয়াল পোশাক প্রতি দিনের জন্য। বিশেষ দিনের জন্য শৌখিন পুরুষেরা বেছে নিতে পারেন কিছু ভারতীয় শীতের পোশাক। শীতভর পার্টি চলবে। আর ক’দিন পরে শুরু হবে বিয়ের মরসুমও। শীতে পুরুষেরা সেই সব বিশেষ অনুষ্ঠানে কেমন সাজতে পারেন? রইল কিছু সাজ-সাজেশন।

Advertisement

কাশ্মীরি জ্যাকেট

শীতে পাঞ্জাবি পরুন বা শার্ট। তার উপর চাপিয়ে নিতে পারেন কাশ্মীরি সুতোর নকশা করা শালের জ্যাকেট। এই জ্যাকেটে যেমন গরম হয়, তেমন দেখতেও কেতাদুরস্ত লাগে। ভারী কাজ না পেলে হালকা কাজের জ্যাকেট পরতে পারেন।

Advertisement

নকশাদার স্টোল

উলের নরম স্টোলে নানা ধরনের ভারতীয় সংস্কৃতি অনুপ্রাণিত নকশা। ফুল লতাপাতা হতে পারে, মোগল নকশা হতে পারে। রঙিন বা সাদা কালোও হতে পারে। তবে পাড়ে সরু কাজ থাকলে দেখতে ভাল লাগে বেশি। বন্ধগলা স্যুট হোক বা পাঞ্জাবি, তার উপরে এমন একটি স্টোল ফেলে রাখলেই আভিজাত্য ধরা দেবে সাজে।

নকশাদার বম্বার জ্যাকেট

ইদানীং বিভিন্ন বুটিকে পুরুষদের জন্য সুতোর নকশা করা বা এথনিক নকশাদার কাপড়ের বম্বার জ্যাকেট পাওয়া যাচ্ছে। এই ধরনের একটি জ্যাকেট কিনে রাখলে তা পার্টির সাজ হিসাবে আদর্শ হতে পারে।

এথনিক জ্যাকেট

পুরুষদের নানা ধরনের এথনিক নকশা করা জ্যাকেট পাওয়া যায়। শীতের পার্টিতে শার্ট প্যান্টের উপর বা পাঞ্জাবির উপর পরে নিতে পারেন তেমন এথনিক জ্যাকেটও।

রঙিন স্কার্ফ
পাঞ্জাবি হোক বা শার্ট অথবা কুর্তা। তার উপরে গাঢ় রঙের জ্যাকেটের সঙ্গে গলায় পেঁচিয়ে রঙিন উলের স্কার্ফ। মুহূর্তে বদলে যাবে সাজ।

শাল

শীতের সাজে ভারতীয়ত্বের ছোঁয়া রাখতে শালের জুরি নেই। বন্ধগলা স্যুট হোক বা ফরম্যাল শার্ট-প্যান্ট বা পাঞ্জাবি, তার উপরে একটি ভাল শাল কিছুটা কায়দা করে জড়িয়ে নিন। ভিড়ের মধ্যে আপনাকেই আলাদা ভাবে চোখে পড়বে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement