dandruff

Dandruff: পরিবারের কারও খুশকি থাকলে আপনারও কি হতে পারে? খুশকি কি সত্যিই ছোঁয়াচে

অনেকেই ভাবেন, এক জনের মাথা থেকে অন্য ব্যক্তির চুলে ছড়িয়ে পড়তে পারে খুশকি। কিন্তু এই ধারণা কি আদৌ সত্যি?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১৫:৪১
Share:

কী বলছে বিজ্ঞান? ছবি: সংগৃহীত

খুশকি নিয়ে মানুষের বিড়ম্বনার অন্ত নেই। অতিরিক্ত খুশকির সমস্যায় চুল যেমন ময়লা দেখায় তেমনই, এই সমস্যা মাঝেমাঝে এতই বেড়ে যায় যে খুশকির সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা গাঢ় রঙের পোশাক পরতেও দ্বিধা বোধ করেন। অনেকেই ভাবেন, এক জনের মাথা থেকে অন্য ব্যক্তির চুলে ছড়িয়ে পড়তে পারে খুশকি। কিন্তু এই ধারণা কি আদৌ সত্যি? কী বলছে বিজ্ঞান?

Advertisement

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

খুশকিকে বিজ্ঞানের ভাষায় বলে সেবরিক ডার্মাটাইটিস। বিশেষজ্ঞদের মতে, মাথার ত্বক শুষ্ক হয়ে গেলে ত্বকের উপরের স্তরের চামড়া শুকিয়ে যায়। এই শুষ্ক ত্বক যখন ছোট ছোট খোসার মতো উঠে আসতে থাকে তখন তাকে বলে খুশকি।

তবে বিশেষজ্ঞরা কিন্তু সাফ জানাচ্ছেন, মোটেই সংক্রামক নয় খুশকি। এক জনের মাথা থেকে অন্য ব্যক্তির মাথায় খুশকি ছড়িয়ে পড়তে পারে না। তবে কোনও কোনও সময় নির্দিষ্ট কিছু ছত্রাক ও জীবাণুর আক্রমণ বাড়িয়ে দিতে পারে খুশকির সমস্যা। এই ধরনের জীবাণুগুলি খুশকির মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে।

Advertisement

খুশকি কোথায় হয়

অনেকেই ভাবেন শুধু চুলেই খুশকি হয়। কিন্তু খুশকি চোখের পাতায়, ভ্রুতে, গোঁফে বা দাড়িতেও হতে পারে। অল্প খুশকি হলে নানা ঘরোয়া টোটকায় তার সমাধান হতে পারে। কিন্তু খুব বেশি খুশকির সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে ওষুধ নেওয়া উচিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন