Kareena Kapoor’s Fashion

গ্রিসের সমুদ্রের ধারে লুঙ্গি পরে দাঁড়িয়ে রয়েছেন করিনা, ছবি ছড়িয়ে পড়তেই চর্চা শুরু অনুরাগী মহলে

করিনার পোশাক পরার কায়দা ফ্যাশনবিলাসীদের মুগ্ধ করে বার বার। সম্প্রতি গ্রিসে ছুটি কাটাতে গিয়ে অভিনেত্রীর ‘ভেকেশন লুক’ নজর কেড়েছে অনুরাগীদের। সমুদ্রের ধারে কি লুঙ্গি পরে ঘুরছেন অভিনেত্রী, সেই প্রশ্নও তুলেছেন অনেকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৮:২৯
Share:

করিনা কপূর খান। ছবি: সংগৃহীত।

বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন বছর পঁচিশেক আগে। কপূর পরিবারের তকমা গায়ে লাগিয়ে নয়, অভিনয় দক্ষতার জন্যই তিনি ভারতবাসীর মনে আলাদা জায়গা করে নিয়েছেন। ২০০০ সালে ‘রিফিউজি’ ছবি দিয়ে শুরু করেছিলেন কর্মজীবন, তার পর ‘ইয়াদেঁ’, ‘আজনবি’, ‘চমেলি’, ‘ফিদা’, ‘জব উই মেট’— একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন করিনা কপূর খান। অভিনয়ের পাশাপাশি তাঁর ফ্যাশন স্টেটমেন্ট নিয়েও ফ্যাশনদুনিয়ায় চর্চার শেষ নেই। কোনও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হোক কিংবা ছবির প্রচার— করিনার পোশাক পরার কায়দা ফ্যাশনবিলাসীদের মুগ্ধ করে বার বার। সম্প্রতি গ্রিসে ছুটি কাটাতে গিয়ে অভিনেত্রীর ‘ভেকেশন লুক’ নজর কেড়েছে অনুরাগীদের। সমুদ্রের ধারে কি লুঙ্গি পরে ঘুরছেন অভিনেত্রী, সেই প্রশ্নও তুলেছেন অনেকে।

Advertisement

সমুদ্রের ধারে নজর কাড়তে করিনা পরেছেন বিকিনি আর কাফতানের মিশ্রণ। অভিনেত্রীর পরনে চকচকে হলুদ রঙের হল্টারনেক সুইম টপ যার পিছনে বাঁধা সরু ফিতে। সেই টপের সঙ্গে তিনি প্রথাগত সারং বা শর্টস পরেননি। সকলের নজর কেড়েছে অভিনেত্রীর লুঙ্গির মতো দেখতে স্কার্টটি। সবুজ স্কার্টটি জুড়ে চেক প্রিন্ট। দেখতে ঠিক গামছা কিংবা লুঙ্গির মতোই। ছক ভাঙতে পছন্দ করেন নায়িকা। তাই আবারও ছকভাঙা সাজে নজর কাড়লেন তিনি। সমুদ্রসৈকতে করিনার সাজ ছিল একেবারে ছিমছাম। বিকিনি টপ আর স্কার্টের সঙ্গে একটি কালো রোদ চশমা আর মানানসই টুপি।

লুঙ্গির সাজে কেমন মানিয়েছে অভিনেত্রীকে? ছবি: ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামে এই লুকটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, "গ্রিসে লুঙ্গি ডান্স করছি, বেশ মজা হচ্ছে।" স্বামী সইফ আলি খান আর দুই সন্তানকে নিয়ে এখন ছুটির মেজাজে রয়েছেন করিনা। ইনস্টাগ্রামে নিজেদের ভ্রমণের নানা মুহূর্ত ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী। এর আগে মনোকিনি পরে অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আর এ বার লুঙ্গি-স্টাইল স্কার্ট পরে নেটপাড়ায় চর্চায় এসেছেন করিনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement