Hair Care Tips

চুলের যত্নে মাধুরী ব্যবহার করেন বিশেষ হেয়ার মাস্ক! কী ভাবে তৈরি করবেন নায়িকার প্রিয় মাস্কটি?

অনেকেই মাধুরীর মতো ঝলমলে মোলায়েম চুল পেতে হাজার হাজার টাকা খরচ করে নানা প্রকার ট্রিটমেন্ট করে থাকেন। কসমেটিক সার্জারি থেকে হেয়ার ট্রান্সপ্লান্টেশন— নায়িকাদের সৌন্দর্যের নেপথ্যে এই শব্দগুলি এক একটি স্তম্ভ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ১৯:৩২
Share:

কী ভাবে চুলের যত্ন নেন মাধুরী? ছবি: সংগৃহীত।

ষাট ছুঁইছুঁই মাধুরী দীক্ষিতের সৌন্দর্য এখনও বহু পুরুষের হৃদয়ে ঝড় তোলে। মাধুরীর বয়স বাড়ছে, কিন্তু তাঁর পেলব, মসৃণ ত্বকে একটু ভাঁজ পড়েনি। এখনও টান টান তাঁর ত্বকের গঠন। কেবল নায়িকার ত্বক নয়, তাঁর চুল দেখেও মন্ত্রমুগ্ধ হন কেউ কেউ। মাধুরীর একঢাল চুলও আলাদা করে নজর কাড়ে। অনেকেই নায়িকাদের মতো ঝলমলে মোলায়েম চুল পেতে হাজার হাজার টাকা খরচ করে নানা প্রকার ট্রিটমেন্ট করে থাকেন। কসমেটিক সার্জারি থেকে হেয়ার ট্রান্সপ্লান্টেশন— নায়িকাদের সৌন্দর্যের নেপথ্যে এই শব্দগুলি এক একটি স্তম্ভ।

Advertisement

তবে মাধুরী চুলের সৌন্দর্যে কোনও কৃত্রিমতার ছোঁয়া নেই। বিভিন্ন সাক্ষাৎকারে তেমনটাই দাবি নায়িকার। মাধুরী জানিয়েছেন, ঘরোয়া এক হেয়ার মাস্কের গুণেই তাঁর চুল এমন ঝলমলে। নিজে সেই হেয়ার মাস্কের খোঁজও দিয়েছেন। মাধুরীর মতো চুল পেতে ব্যবহার করে দেখতে পারেন। কী ভাবে বানাবেন সেই হেয়ার মাস্ক?

২টো কলা, ২ চা চামচ দই এবং ১ চামচ মধু— এই তিন উপকরণেই চুল হবে গোড়া থেকে মজবুত এবং ঝলমলে। প্রতিটি উপকরণ একসঙ্গে মিশিয়ে থকথকে মিশ্রণ তৈরি করে নিতে হবে। তার পর চুলে বিলি কেটে গোড়ায় মাস্ক লাগাতে হবে পুরু করে। ২০-৩০ মিনিট রাখতে হবে। তার পর শ্যাম্পু করে নিতে হবে। সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করলেই চুল হবে ঝলমলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement