Hair care tips

নিয়মিত হেয়ার ড্রায়ার ব্যবহার করছেন? চুলের ক্ষতি রুখতে ৩ নিয়ম মেনে চলছেন কি?

চটজলদি চুল শুকোতে গিয়ে চুলের অনেক ক্ষতি হয়। জেনে নিন, ড্রায়ারে চুল শোকানোর সময় ক্ষতি এড়াতে কী কী মাথায় রাখবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১৯:৪৭
Share:

ড্রায়ার ব্যবহার করুন নিয়ম মেনে। ছবি: এআই।

শীতকাল মানেই খুশকির সমস্যা বেড়ে যায় কয়েক গুণ। আর এই সমস্যা রুখতে রোজ শ্যাম্পু করছেন অনেকেই। অফিসে বেরোনোর তাড়ায় ভেজা চুল শোকাতে তাই ড্রায়ারই ভরসা। তবে চটজলদি ফল পেতে গিয়ে চুলের অনেক ক্ষতি হয়। জেনে নিন, ড্রায়ারে চুল শোকানোর সময় ক্ষতি এড়াতে কী কী মাথায় রাখবেন।

Advertisement

সম্পূর্ণ ভিজে চুলে ড্রায়ার নয়: চুল পুরোপুরি ভেজা থাকতে ড্রায়ার ব্যবহার করবেন না। এর ফলে চুল রুক্ষ হয়ে যায়। তোয়ালে দিয়ে ভাল করে চুল শুকিয়ে নিন। তার পরেই হেয়ার ড্রায়ার ব্যবহার করুন। ড্রায়ার ব্যবহার করার আগে চুলে সিরাম ব্যবহার করলে চুল রুক্ষ দেখায় না।

মাথার তালুর খুব কাছে ড্রায়ার ব্যবহার করবেন না: চুল দ্রুত শুকোনোর জন্য তাড়াহুড়ো করে অনেকেই মাথার তালুর খুব কাছাকাছি হেয়ার ড্রায়ার নিয়ে আসেন। এতে চুল চটজলদি শুকিয়ে যায় বটে, কিন্তু অতিরিক্ত তাপ সরাসরি প্রভাব ফেলে মাথার তালুতে। এতে চুলের ও মাথার তালুর ভীষণ ক্ষতি হয়। এক জায়গায় খুব বেশি ক্ষণ ড্রায়ার ধরে থাকবেন না। গোটা মাথায় ঘুরিয়ে ঘুরিয়ে ড্রায়ার ব্যবহার করুন।

Advertisement

চুল অতিরিক্ত শুকোবেন না: রোজ হেয়ার ড্রায়ার ব্যবহার না করাই ভাল। খুব প্রয়োজনেই হেয়ার ড্রায়ার ব্যবহার করুন। নিয়মিত হেয়ার ড্রায়ার ব্যবহারে চুল নষ্ট হয়। ড্রায়ার ব্যবহার করে চুল অতিরিক্ত শুকিয়ে ফেলবেন না। চুল ৮০ থেকে ৯০ শতাংশ শুকিয়ে গেলেই ড্রায়ার বন্ধ করে দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement