Zohran Mamdani Rings

নিউ ইয়র্কের নয়া মেয়র জ়োহরানের সাজে বিশেষ চরিত্রে তিনটি রুপোর আংটি! বহন করছে বিশেষ কিছু গল্প

আমেরিকার নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত ডেমোক্র্যাট মেয়র, ৩৪ বছরের জ়োহরান মামদানির হাতে থাকে তিনটি রুপোর আংটি। কেবল সাজে বিশেষ বার্তা বহনের জন্য নয়, তিনটি আংটির বিশেষ তাৎপর্য রয়েছে পরিচালক মীরা নায়ারের পুত্রের জীবনে। অনুপস্থিত চতুর্থ আংটিটি কোথায় জানেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৮:৪৯
Share:

জ়োহরান মামদানির আংটিসজ্জার কাহিনি। ছবি: রয়টার্স।

আমেরিকার নিউ ইয়র্ক শহরের ব্রুকলিন এলাকায় এক অক্টোবরের রাত। ব্রিটিশ গায়িকা পিঙ্ক প্যান্‌থারেস মঞ্চ মাতিয়ে গান করছেন। পিছনে মস্ত পর্দায় জনতার উল্লাস ফ্রেমবন্দি হয়েছে। ক্যামেরা ঘুরে ঘুরে ভিড় দেখাচ্ছে। হঠাৎ দুই হাতের তালুতে এসে ক্যামেরা থমকে যায়। দুটি তালু ক্যামেরার দিকে মেলে ধরা হয়েছে। তার একটিতে কালো মার্কার দিয়ে লেখা, ‘আমাদের সময় এসে গিয়েছে’, অন্যটিতে লেখা, ‘ভোট, ৪ নভেম্বর’। উন্মুক্ত দুই তালুতে আলোর ছটা এসে পড়তেই চকচক করে উঠল তিনটি রুপোর আংটি। ডান হাতে দুটি, বাঁ হাতে একটি।

Advertisement

পিঙ্ক প্যান্‌থারেসের কনসার্টে মামদানির হাতের ঝলক। ছবি: ইনস্টাগ্রাম।

ক্যামেরা ঘুরে একটু উপরে উঠতেই বোঝা গেল, সেই হাত, হাতে লেখা বার্তা এবং আংটি সবই জ়োহরান মামদানির। চিত্রপরিচালক মীরা নায়ারের পুত্র। নিউ ইয়র্ক শহরের নবনির্বাচিত মেয়র জ়োহরান মামদানি। আমেরিকার ইতিহাসের প্রথম মুসলমান মেয়র। কনসার্টের সময়ে যদিও তাঁর ঐতিহাসিক জয়ের ফলাফল প্রকাশিত হয়নি। কিন্তু তখনই সম্ভাব্য ভাবী মেয়রের হাত ও চেহারা দেখে উল্লাসধ্বনিতে ফেটে পড়ল দর্শকমহল।

পুরুষ রাজনীতিকদের সাজে সাধারণত অলঙ্কারের চিহ্ন কম থাকে, বা থাকেই না। কিন্তু ৩৪ বছরের মেয়রের উপস্থিতির সঙ্গে, ব্যক্তিত্বের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে এই তিন আংটি। ডান হাতের কব্জিতে লাল-হলুদ সুতো বাঁধা। যেন মানত করার পর পরানো হয়েছে তাঁকে। সঙ্গে অবশ্য গাঢ় রঙের স্যুট আর একটি টাই থাকবেই। জুতোর রংও একই ধাঁচের।

Advertisement

আমেরিকার ইতিহাসের প্রথম মুসলমান মেয়র। ছবি: সংগৃহীত।

মেয়র হওয়ার আগে প্রতিটি প্রচারসভা বা মিছিলে এই তিনটি আংটি বিশেষ চরিত্র হয়ে ফুটে উঠেছে। কৌতূহল বেড়েছে আমেরিকায়। একটি সাক্ষাৎকারে তাঁর ব্যক্তিত্ব ও সাজ নিয়ে প্রশ্ন তুলতেই মামদানি বলে ওঠেন, ‘‘আমি এ রকমই। মেয়র হয়ে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নেওয়ার আগে থেকেই আমি এমন। নিউ ইয়র্ক শহরের মেয়র হওয়ার পরেও এটাই থাকব।’’ মীরার পুত্র নিজেই তাঁর আংটিগুলির রহস্যভেদ করেন জনতার সামনে।

মীরার পুত্র নিজেই তাঁর আংটিগুলির রহস্যভেদ করেন জনতার সামনে। ছবি: সংগৃহীত।

২০১৩ সালে তাঁর ঠাকুরদার মৃত্যুর পরে আংটি পরা শুরু করেন জ়োহরান। ডান হাতের তর্জনীতে রয়েছে ঠাকুরদার থেকে পাওয়া আংটি। যেটি তাঁর ঠাকুরদা ২০০৭ সালে সিরিয়া থেকে এনেছিলেন। সেই আংটি নিয়ে জ়োহরানের বক্তব্য, ‘‘এই আংটিটা আশীর্বাদপুষ্ট। আমি কখনও আঙুল থেকে খুলি না। এ ভাবেই তাঁর (ঠাকুরদাকে) অস্তিত্ব আমার জীবনে রয়েছে। তাঁর স্মৃতিচিহ্ন এটি।’’ ডান হাতের অন্য আংটিটি টিউনিসিয়া থেকে স্ত্রী, শিল্পী রামা দুয়াজি এনে দিয়েছিলেন। আর তৃতীয় আংটিটি, অর্থাৎ, বাঁ হাতের অনামিকায় যেটি পরে থাকেন, সেটি তাঁদের বিয়ের চিহ্ন।

তিন নয়, এক সময়ে চারটি আংটি পরতেন মামদানি। বাঁ হাতের কনিষ্ঠা ছিল স্ত্রীর ডিজ়াইন করা আংটিতে সুসজ্জিত। মেয়রের কাছে সে আংটি ছিল, ‘‘স্ত্রীর ভালবাসার প্রতীক।’’ রোজই পরে থাকতেন সেটি। কিন্তু সম্প্রতি আঙুলের সঙ্গে ঘর্ষণে হাত কেটে যেতে শুরু করে বলে আংটিটি খুলে রাখেন। ভেবেছিলেন, সারাই করে আবার হাতে তুলে নেবেন। কিন্তু তার আগেই এক দিন নালার ভিতর পড়ে যায়। মজার ছলে জ়োহরান বলেন, ‘‘এখন সেই আংটির জন্য শোকপালন করছি আমরা।’’

তিন নয়, এক সময়ে চারটি আংটি পরতেন মামদানি। ছবি: সংগৃহীত।

গুরুত্বপূর্ণ দিনের শেষে আংটি খুলে বাক্সে ভরে রাখার অভ্যাস রয়েছে অনেকের। কিন্তু মামদানি সে অভ্যাসে অভ্যস্ত নন। রাতে শোয়ার আগে আংটিগুলি খুলে পাশে রেখে দেন। সকালে চোখ খুলেই আবার আঙুলে পরে নেন। তিনটিই!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement