মাথায় হালকা বেগনি রঙা ওড়নার আড়াল, পরনে কাঁধ উন্মুক্ত করা গাউন। দীপিকা পাড়ুকোন। ছবি : ইনস্টাগ্রাম।
বাড়ির মেয়েদের ঘোমটা টানার নিদান ছিল এক কালে। যুক্তি ছিল বাড়ির মহিলারা অন্দর মহলেই থাকবেন। বাইরে এলে নিজেকে আড়াল করতে হবে। ঢাকতে হবে মাথা, চুল। কোথাও কোথাও আবার সেই আড়াল মাথার চুল, কপাল ছাড়িয়ে নাক পর্যন্তও নামত। শ্বশুর-ভাসুরের সামনে গলা পর্যন্ত ঘোমটা টেনেও বেরোতেন মহিলারা। তা না হলে কথা উঠত সমাজে। পরে সমাজ যত এগিয়েছে, শিক্ষার আলো উজ্জ্বল হয়েছে, ততই সরেছে আড়াল। সমাজের একটি বড় অংশের মহিলারা পর্দা বা আড়াল করার প্রথাকে বিদায় জানিয়েছেন। ঘোমটা কেবল কনেদেরই সাজ হয়েই থেকে গিয়েছিল ইদানীংকালে। কিন্তু এ বার সেই ঘোমটাই নতুন ভাবে ফিরছে ফ্যাশনে।
নতুন ফ্যাশনে ঘোমটা আর শুধু বিয়ের সাজের সঙ্গী নয়। তার বদলে পিঠ খোলা, কাঁধ উন্মুক্ত গাউন, এমনকি, ট্র্যাডিশনাল নকশার স্কার্টের সঙ্গেও মাথায় ঘোমটা দিতে দেখা যাচ্ছে জেন জ়ি শৌখিনীদের। শাড়ির সঙ্গে মাথায় ঘোমটা টেনে কান চলচ্চিত্রোৎসবে হাঁটছেন আলিয়া ভট্ট, ‘মেট গালা’-য় কাঁধখোলা ভেলভেট গাউনের সঙ্গে রত্নখচিত ঘোমটা টানছেন প্রিয়ঙ্কা চোপড়া। বাদ নেই, জাহ্নবী কপূর, ঐশ্বর্য রাই বচ্চন, সোনম কপূর, দীপিকা পাড়ুকোনও। তাঁরাও তাঁদের সেরা সাজের সঙ্গে ঘোমটা তুলছেন মাথায়।
আগে শাড়ির আঁচলেই ঘোমটা দিতেন ভারতীয় মহিলারা। তেমনই সাজে সোনম কপূর।
সম্প্রতি পোশাকশিল্পী মনীশ মালহোত্র যেমন ঘোমটা পরিয়েছেন মৈত্রেয়ী রামাকৃষ্ণণকে। ইংরেজি ওয়েব সিরিজ ‘নেভার হ্যাভ আই এভার’-এর মূল চরিত্রাভিনেত্রী মৈত্রেয়ী হলিউড অভিনেত্রী। সম্প্রতি বিদেশেই আয়োজিত একটি ফ্যাশনের অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন মনীশ মালহোত্রের নকশা করা ব্রোকেড লেহঙ্কা স্কার্ট আর করসেট ব্লাউজ় পরে। তবে সব কিছু ছেড়ে নজর কাড়ছিল তাঁর মাথার ঘোমটা। যাকে ভেল বা হুড বলছেন পোশাকশিল্পী মনীশ।
মনীশ মলহোত্রের নকশা করা পোশাকে মৈত্রেয়ী রামাকৃষ্ণন।
মাস কয়েক আগে জাহ্নবীও মাথায় ঘোমটা টেনে হাজির হয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবে। তিনি পরেছিলেন ক্রাম্বলড সিল্কের একটি স্কার্টের সঙ্গে কাঁধ খোলা করসেট। তবে নজর কাড়ছিল জাহ্নবীর খোঁপায় আটকানো সিল্কের ঘোমটা। যা মাথা থেকে নেমে জড়িয়েছিল হাতের কব্জিতে।
কানে মাথায় ঘোমটা দিয়ে হাজির জাহ্নবী কপূর।
এ বছর কানের লাল গালচেয় ঘোমটা টেনেছিলেন বলিউডের আরও এক অভিনেত্রী। তিনি আলিয়া। আলিয়া কানে গুচির শাড়ি পরেছিলেন। যা নিয়ে আলোচনা হয়েছিল বিস্তর। কারণ এই প্রথম কোনও গুচির মতো লাক্সারি ব্র্যান্ড ভারতীয় কেতায় শাড়ি বানালো। আর আলিয়া সেই শাড়িতে আরও খানিকটা ভারতীয়ত্ব জুড়েছিলেন আঁচল দিয়ে মাথায় ঘোমটা টেনে।
কান চলচ্চিত্র উৎসবে গুচির শাড়িতে ঘোমটা আলিয়া ভট্টের।
প্রিয়ঙ্কার রত্নখচিত ঘোমটা গোটা দুনিয়ার প্রশংসা কুড়িয়েছিল মেট গালায়। দামি পাথরে বোনা ওই ভেল দেখে বোঝা যাচ্ছিল, সেটির ভূমিকা আড়াল করা নয়। বরং আড়ালে থাকা মানুষটিকে আরও আকর্ষণীয় করে তোলা।
মেট গালা-এ প্রিয়ঙ্কা চোপড়া।
প্যারিস ফ্যাশন উইকে বছর কয়েক আগে ঐশ্বর্য হেঁটেছিলেন একটি দুধ সাদা শাড়ি পরে। সেখানেও তাঁকে দেখা যায় শাড়ির আঁচল খানিক ঘোমটার মতো করে জড়িয়ে নিতে।
প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বর্য রাই বচ্চন।
মনে হতেই পারে, তবে বোধ হয় বিদেশে গিয়েই দেশী মহিলা তারকারা মাথায় ঘোমটা টানেন। কিন্তু কিছু দিন আগে দীপিকা মাথায় ঘোমটা টেনে হাজির হয়েছিলেন বলিউডেরই এক পুরষ্কারের অনুষ্ঠানে।কাঁধের অনেকটা অংশই উন্মুক্ত রাখা একটি বডি হাগিং গাউনের সঙ্গে দীপিকা মাথায় পরেছিলেন হালকা বেগনি রঙের ওড়না।
দীপিকা পাড়ুকোন।
অর্থাৎ ঘোমটা এখন আর আড়াল নয়। আধুনিক সাজের সঙ্গেও তা দিব্যি মানিয়ে যাচ্ছে। সামনে বিয়ের মরসুম। বিয়েবাড়িতে ভারী বা খোলামেলা নানারকম সাজের ফ্যাশনই হবে। তার সঙ্গে মাথায় ঘোমটা টেনে সাজে চমকে দিতে পারেন আপনিও।