Hair Care Tips

রেশমের মতো নরম চুলের রহস্য ফাঁস করলেন প্রিয়ঙ্কা, কোন বিশেষ জিনিস মাথায় মাখেন তিনি?

কী ভাবে নিজের রূপচর্চা করেন ‘দেশি গার্ল’, মুখে কী মাখেন, চুলের যত্ন কী ভাবে নেন,সে নিয়ে কৌতুহল আছেই। বিভিন্ন সাক্ষাৎকারে নায়িকার কাছ থেকে তা জানতেও চাওয়া হয়েছে। এতদিনে সে রহস্য ফাঁস করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১৩:৪১
Share:

চুলের জন্য কী বিশেষ হেয়ার প্যাক বানান প্রিয়ঙ্কা? ছবি: সংগৃহীত।

প্রিয়ঙ্কা চোপড়ার সৌন্দর্যের রহস্য নিয়ে চর্চা ভালই হয়। ৪০ পেরিয়েও এমন মসৃণ এবং পেলব ত্বক ধরে রাখা সহজ নয়। কিন্তু প্রিয়ঙ্কা পেরেছেন। চেহারায় ছাপ পড়তে দেননি বয়সের। তবে শুধু ত্বক নয়, প্রিয়ঙ্কার চুলের জৌলুস কম নয়। কী ভাবে নিজের রূপচর্চা করেন ‘দেশি গার্ল’, মুখে কী মাখেন, চুলের যত্ন কী ভাবে নেন,সে নিয়ে কৌতুহল আছেই। বিভিন্ন সাক্ষাৎকারে নায়িকার কাছ থেকে তা জানতেও চাওয়া হয়েছে। কিন্তু প্রতি বারই প্রিয়ঙ্কা জানিয়েছেন, রূপচর্চা করতে তিনি ঘরোয়া টোটকাতেই ভরসা রাখেন। তবে কোন ঘরোয়া উপকরণগুলি দিয়ে তিনি কেশচর্চা করেন, তা অবশ্য আড়ালেই রেখেছিলেন তিনি। এতদিনে প্রিয়ঙ্কা ফাঁস করলেন তাঁর নরম, রেশমের মতো চুলের পরিচর্যার গোপন রহস্য।

Advertisement

একটি সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা জানিয়েছেন, এমন উপাদান দিয়ে তিনি কেশচর্চা করেন যা শুনতে বড়ই অদ্ভুত লাগবে। সাধারণত ডিম, মধু বা দই দিয়ে চুলের পরিচর্যা করেন অনেকেই। কিন্তু প্রিয়ঙ্কা তাঁর চুলের জন্য ব্যবহার করেন ডিমের বিশেষ একটি মাস্ক। সেটি কী?

বিয়ারের সঙ্গে ডিমের কুসুম মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগান প্রিয়ঙ্কা। অভিনেত্রী বলছেন, এই দুই উপাদান প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে। বিয়ার আর ডিমের হেয়ার প্যাক লাগিয়েই তাঁর চুল এমন নরম, মসৃণ ও জেল্লাদার। এমন প্যাক বাড়িতেও বানাতে পারবেন।

Advertisement

বিয়ার ও ডিমের প্যাক কী ভাবে বানাবেন?

চুল রুক্ষ হয়ে গেলে এক কাপ বিয়ারের সঙ্গে ২টি ডিমের কুসুম মিশিয়ে ভেজা চুলে মাথায় লাগান। মাথায় শাওয়ার ক্যাপ পরে থাকুন ২০-৩০ মিনিট। শ্যাম্পু করে ফেলুন।

বিয়ার দিয়ে আরও কিছু হেয়ার প্যাক তৈরি করা যায়। একটা পাকা কলা চটকে তার সঙ্গে ২ চা চামচ মধু ও এক কাপ বিয়ার মেশান। মিহি মিশ্রণ তৈরি করে পুরো চুলে লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন।

এক কাপ বিয়ারের সঙ্গে ১ চা চামচ নারকেল তেল, ক্যাস্টর তেল বা অলিভ তেল মিশিয়ে নিন। ব্রাশের সাহায্যে এই মিশ্রণ চুল এবং মাথার তালুতে লাগান। ২০ মিনিট রেখে হালকা কোনও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক চুলের গোড়ায় পুষ্টি জোগায়, পাশাপাশি চুল ঘন করতে ও ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement