শীতে শুষ্ক ত্বকে কি স্ক্রাব করা উচিত? কী ভাবে মৃতকোষ মুক্ত করবেন ত্বক?

শীতকালে ত্বক এমনিতেই সংবেদনশীল থাকে, তাই স্ক্রাবিংয়ের আগে কিছু বিষয় মনে রাখা দরকার।

Advertisement
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১৯:৫১
Share:

শীতকালে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। মৃতকোষও বেশি জমে। স্ক্রাবিং এই মৃত কোষ দূর করে ত্বককে গভীর থেকে পরিষ্কার করতে সাহায্য করে, রক্ত সঞ্চালন বাড়ায় এবং ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে তোলে। এর ফলে ময়েশ্চারাইজার ত্বকে ভালোভাবে প্রবেশ করতে পারে। তবে, শীতকালে ত্বক এমনিতেই সংবেদনশীল থাকে, তাই স্ক্রাবিংয়ের আগে কিছু বিষয় মনে রাখা দরকার।

Advertisement

১। স্ক্রাব নিয়মিত ব্যবহার না করে সপ্তাহে একবার ব্যবহার করা ভালো। অতিরিক্ত স্ক্রাবিং করলে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যেতে পারে এবং ত্বক আরও শুষ্ক ও রুক্ষ হতে পারে।

২। এমন স্ক্রাব ব্যবহার করা উচিত যা ত্বকের উপর কোমল এবং যার দানাগুলি খুব বেশি রুক্ষ নয়।

Advertisement

৩। স্ক্রাব করার পর ত্বক সামান্য ভেজা থাকতেই ভালো ময়েশ্চারাইজার বা বডি লোশন ব্যবহার করা আবশ্যিক।

শীতে ত্বকের জন্য উপযুক্ত স্ক্রাব

শীতকালে এমন স্ক্রাব ব্যবহার করা উচিত যা একই সাথে এক্সফোলিয়েট করবে এবং ত্বককে আর্দ্রতা দেবে।

১। মধু এবং চিনি দিয়ে স্ক্রাব বানাতে পারেন। মধু আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং ত্বককে মসৃণ করে।

২। কফি, চিনি এবং অলিভ অয়েল। কফি অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর এবং ত্বককে সতেজ করে। অলিভ অয়েল শুষ্কতা দূর করে।

পেঁপে, চিনি, মধু , অলিভ অয়েল মিশিয়েও স্ক্রাব বানাতে পারেন। পেঁপেতে থাকা প্রাকৃতিক এনজাইম মৃত কোষ দূর করে। বাকি উপাদানগুলো ত্বককে পুষ্টি যোগায়।

৪। ওটমিল ও দইবা দুধের সর। ওটমিল মৃতকোষ দূর করতে সাহায্য করে। এটি সংবেদনশীল ত্বকের জন্যও ভাল। দই বা সর ত্বককে নরম ও উজ্জ্বল করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement