ছবি: সংগৃহীত।
টলিউডের নতুন প্রজন্মের নায়িকা। অথচ কোনও দিনও ফেসিয়াল করাননি। তবে কি ঘরোয়া টোটকায় লুকিয়ে রয়েছে তাঁর সৌন্দর্যের রহস্য? তা-ও নয়। কারণ কলকাতা শহরে একা থাকেন, প্রাকৃতিক উপকরণ দিয়ে ত্বকচর্চার করার জন্য সময় মেলে না। তা হলে রোজের মেকআপের অত্যাচারের পরও কী ভাবে ত্বকের জেল্লা ধরে রেখেছেন সুস্মিতা চট্টোপাধ্যায়?
নায়িকা কৃতিত্ব দিতে চান তাঁর জিনকে। বংশগত ইতিহাস রয়েছে এর নেপথ্যে। তবে জিনের উপর ভরসা করে ত্বকচর্চা বাদ দিয়ে দিয়েছেন, তা নয়। সাদামাঠা রুটিন মেনে চলতেই হয় অভিনেত্রীকে। নয়তো মেকআপের চোটে ঔজ্জ্বল্য ধরে রাখা সব সময়ে সম্ভব হয় না।
সুস্মিতা বললেন, ‘‘গোটা স্কুলজীবনে পার্লারের দিকে পা বাড়াইনি। কেবল বেবি ক্রিম ব্যবহার করতাম। নাচের অনুষ্ঠান করার সময়েও কেবল সানস্ক্রিন, কাজল আর লিপস্টিক, এই ছিল আমার সাজ। কিন্তু এখন যে পেশায় আছি, তার রোজের সঙ্গী মেকআপ। স্বাভাবিক ভাবেই। তাই ছোটখাটো কয়েকটা নিয়ম মেনে চলতেই হয়। তার মধ্যে তিনটে খুব গুরুত্বপূর্ণ।’’
সুস্মিতার টিপ্স—
১. দিনে ৩-৪ লিটার জল খান সুস্মিতা। ত্বককে আর্দ্র রাখতে এর থেকে ভাল উপায় আর কিছু নেই বলেই মনে করেন অভিনেত্রী।
২. রাতে ৭-৮ ঘণ্টার ঘুম খুব দরকার। রোজ হয়তো কাজের জন্য সম্ভব হয় না, কিন্তু তিনি চেষ্টা করেন পর্যাপ্ত পরিমাণ ঘুমোতে।
৩. ব্রণ থেকে শুরু করে যাবতীয় সমস্যা শুরু হয় ত্বক নোংরা থাকলে। তাই ক্লিনজ়আর দিয়ে মুখ পরিষ্কার করতে ভোলেন না সুস্মিতা৷ প্রতি বার মেকআপ তুলে মুখ ধুয়ে নেন। তার পর টোনার এবং ময়েশ্চারাইজ়ার মাখেন সুস্মিতা। মাঝে মধ্যে ক্লিনআপের পর ঠান্ডা ফেস রোলার দিয়ে মুখ মাসাজ করেন। তা ছাড়া বরফজলে মুখ ডোবানোর অভ্যাসও রয়েছে তাঁর। দিনের বেলা সানস্ক্রিন আবশ্যক।
পার্লারের দ্বারস্থ হওয়ার প্রয়োজন পড়ে না নায়িকার। তবে বাইরে শুট করে রোদে ত্বক পুড়ে গেলে ট্যান দূর করার জন্য ক্লিনআপ করান পার্লারে। কিন্তু কখনও ফেসিয়াল করাননি সুস্মিতা। বেশি রাসায়নিক নিজের ত্বকে প্রয়োগ করায় বিশ্বাসী নন তিনি। তবে ভাল ত্বকের জন্য সবচেয়ে বেশি দরকার মানসিক শান্তি। এমনই মনে করে সুস্মিতা। তাঁর কথায়, ‘‘আমি ভীষণই সৎ। আর যাঁরা আমার মানসিক চাপ বাড়িয়ে তোলেন, তাঁদের আমি জীবন থেকে সরিয়ে দিই। আর তাতেই সম্ভবত ডিটক্সিফিকেশনের কাজ হয়ে যায়।’’
মেকআপ বলতে আই লাইনার, কাজল, মাস্কারা, ব্লাশ অন, লিপস্টিক— সুস্মিতার পছন্দের তালিকা বেশ ছোট। তাঁর কথায়, ‘‘ফাউন্ডেশন আমার খুব একটা পছন্দ নয়। প্রথম সিনেমা ‘প্রেম টেম’-এ মুখে কোনও মেকআপ ছিল না। এবং সাম্প্রতিক ছবি মানে ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তেও মেকআপ ছাড়া অভিনয় করতে হয়েছে। দু’টো ছবিতে লিপস্টিকের বদলে লিপবাম মেখেই অভিনয় করেছি। সেটে মেকআপ তুলিয়ে দেওয়া হয়েছে আমার।’’ কিন্তু সমস্ত চরিত্রে এমন হালকা মেকআপের সুযোগ থাকে না। তবে ব্যক্তিগত জীবনে সুস্মিতার সাজ মানেই হালকা মেকআপ, হালকা ত্বকচর্চা।