অনন্যা পাণ্ডেকে মেহন্দি পরাচ্ছেন বীণা। ছবি: সংগৃহীত।
বাঙালি হোন বা অবাঙালি, বিয়ের অনুষ্ঠানে এখন মেহন্দি পরানোর চল বেড়েছে। বাঙালি বিয়েতে আগে কেবল কনেই মেহন্দি পরতেন। তবে এখন কনের আত্মীয় থেকে বন্ধুবান্ধব, সবাই বিয়ে উপলক্ষে মেহন্দি পরছেন। কনের নাম মেহন্দি দিয়ে হাতে লিখিয়ে নিচ্ছেন কোনও কোনও বরেরাও। তবে মেহন্দি পরলেই হল না, গাঢ় রং না হলে দেখতে মোটেই ভাল লাগে না। মেহন্দি গাঢ় করার নানা টোটকাই প্রচলিত, তবে কোনটি সবচেয়ে বেশি কাজের?
দীপিকা পাড়ুকোন, সোনম কপূরকে বিয়ের মেহন্দি পরিয়েছেন মেহন্দিশিল্পী বীণা নাগদা। অম্বানীদের বাড়িতেও মেহন্দির অনুষ্ঠান হলে ডাক পড়ে বীণার। ঠিক কী কী করলে গাঢ় হবে মেহন্দির রং, তার টোটকা সেখালেন বীণা।
মেহন্দি গাঢ় করার সেরা ৩ কৌশল। ছবি: সংগৃহীত।
১) জলে চিনি গুলে তাতে কয়েক ফোঁটা লেবুর রস দিন। মেহন্দি শুকিয়ে গেলে এই মিশ্রণে তুলো ডুবিয়ে সারা হাতে বুলিয়ে নিন।
২) মেহন্দি তোলার পর তার উপর বাম লাগাতে হবে।
৩) গাঢ় রং চাইলে মেহন্দি লাগানোর পর সারা দিন জলে হাত দেওয়া চলবে না।