ফাটা ঠোঁটে লিপস্টিক লাগালেও সাজটা বিগড়ে যায়। শীতকালে এই সমস্যা বেশি হলেও, অনেকেই আছেন যাঁদের সারা বছরই এই সমস্যা হয়। লিপস্টিক লাগানোর আগে কোন টোটকা মেনে চলবেন?
Lipstick Hacks

বিয়েবাড়ির মরসুমে ফাটা ঠোঁট নিয়ে হয়রান? লিপস্টিক ব্যবহারের আগে কোন নিয়ম অবশ্যই মেনে চলবেন

ফাটা ঠোঁটে লিপস্টিক লাগালেও সাজ বিগড়ে যায়। শীতকালে এই সমস্যা বেশি হলেও, অনেকেই আছেন যাঁদের সারা বছরই এই সমস্যা হয়

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১৬:২৯
Share:

ফাটা ঠোঁটে লিপস্টিক লাগাবেন কোন নিয়ম মেনে? ছবি: সংগৃহীত।

শীতের মরসুম মানেই একাধিক বিয়েবাড়ির নিমন্ত্রণ। আর বিয়েবাড়ি মানেই সাজগোজ করার সুবর্ণ সুযোগ। পোশাকের সঙ্গে সাজগোজ মানানসই না হলে দেখতে মোটেও ভাল লাগে না। ঠিক তেমনই ফাটা ঠোঁটে লিপস্টিক লাগালেও সাজ বিগড়ে যায়। শীতকালে এই সমস্যা বেশি হলেও, অনেকেই আছেন যাঁদের সারা বছরই এই সমস্যা হয়। গরমে শরীরে জলের ঘাটতি তৈরি হয়। তাতে ত্বকের মতো ঠোঁটও অত্যধিক শুষ্ক হয়ে পড়ে। ফেটে যাওয়া ঠোঁট অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। লিপস্টিক লাগাতে গেলেও ফাটা অংশগুলি আরও ফুটে ওঠে। এই সমস্যা এড়াতে লিপস্টিক লাগানোর আগে কোন টোটকা মেনে চলবেন?

Advertisement

১) রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে কোনও মাস্ক ব্যবহার করুন। সাধারণত মুখ কিংবা চুলে অনেক ধরনের মাস্ক লাগানো হয়। কিন্তু ঠোঁটের বেলায় খানিকটা অবহেলা হয়। তা না করে ঠোঁটে ঘরে তৈরি কোনও মাস্ক লাগান। ঠোঁটের বাম লাগালে চলবে না। এমন কিছু লাগাতে হবে, যা তার চেয়েও বেশি আর্দ্র রাখবে ঠোঁট। মধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে লাগানো এ ক্ষেত্রে বেশ কার্যকর হতে পারে।

২) লিপস্টিক লাগিয়ে বেরোনোর আগে ভাল ভাবে কোনও স্ক্রাব ব্যবহার করুন। চিনির গুঁড়ো আর ময়দা বা বেসন সামান্য জল দিয়ে মিশিয়ে লাগাতে পারেন। তাতে ফাটা চামড়া উঠে যাবে। ঠোঁট নরম হবে। বাজারেও বিভিন্ন সংস্থার লিপ স্ক্রাবার পাওয়া যায়, ব্যবহার করতে পারেন সেগুলিও।

Advertisement

৩) স্ক্রাব করার পর ভাল করে ঠোঁট ধুয়ে শুকিয়ে নিন। তার পর তাতে লাগিয়ে ফেলুন কোনও একটি লিপ বাম। সে ভাবে অন্তত ১৫-২০ মিনিট রেখে দিন। তার পর লিপস্টিক লাগান।

৪) ঠোঁট ফেটে যাওয়ার সমস্যা দেখা দিলে কখনওই ম্যাট ফিনিশ লিপস্টিক লাগাবেন না। এ ক্ষেত্রে বেশ কোমল, আর্দ্র কোনও লিপস্টিক লাগান। তাতে ঠোঁট আরও মসৃণ দেখাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement