Makeup Hacks

বড়দিনের পার্টিতে নজর কাড়তে আইল্যাশ কার্লার ব্যবহার করবেন? যন্ত্রটির ব্যবহারের নিয়ম জানেন তো?

অনেকেই মনে করেন, আইল্যাশ কার্লার অর্থাৎ, চোখের পালক কোঁকড়ানোর যন্ত্র ব্যবহার করা আদতে চোখের জন্য খারাপ। এই ধারণা একেবারেই ভুল। তবে, সঠিক পদ্ধতি না জেনে আইল্যাশ কার্লার ব্যবহার করলে, চোখের পল্লব ছিঁড়ে যেতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৫১
Share:

কী ভাবে করবেন আইল্যাশ কার্লারের যত্নআত্তি? ছবি: এআই।

চোখের সৌন্দর্য বৃদ্ধি করতে কাজল, আইলাইনার কত কিছুই তো ব্যবহার করা হয়। মেকআপের সময় চোখের সাজ ঠিকমতো না হলে কিন্তু দেখতে মোটেই ভাল লাগে না। চোখের পাতা ঘন দেখাতে, মাস্কারা ব্যবহার করেন অনেকে। কিন্তু চোখের পাতা যদি সুন্দর, বড় বড় না হয়, তা হলে মাস্কারা লাগিয়েও খুব একটা লাভ হবে না। সে ক্ষেত্রে মুশকিল আসান করতে পারে আইল্যাশ কার্লার। অনেকেই মনে করেন, আইল্যাশ কার্লার অর্থাৎ, চোখের পালক কোঁকড়ানোর যন্ত্র ব্যবহার করা আদতে চোখের জন্য খারাপ। এই ধারণা একেবারেই ভুল। তবে, সঠিক পদ্ধতি না জেনে আইল্যাশ কার্লার ব্যবহার করলে, চোখের পল্লব ছিঁড়ে যেতে পারে।

Advertisement

১) প্রত্যেকের চোখের পলকের মাপ আলাদা। তাই পাতার মাপ বুঝে আইল্যাশ কার্লার কেনা জরুরি।

২) মেকআপের ব্রাশ বা স্পঞ্জের মতোই প্রতি বার ব্যবহারের পর আইল্যাশ কার্লার ধুতে হবে। পারলে ব্যবহার করার আগেও ধুয়ে নেবেন।

Advertisement

৩) চোখের পাতা কোঁকড়ানোর আগে, ব্লো ড্রায়ার দিয়ে আইল্যাশ কার্লারের সামনের অংশ গরম করে নিন। এতে করে চোখের পাতায় সংক্রমণ হওয়া ঠেকানো যায় অনেকটাই।

৪) চোখের পাতায় মাস্কারা ব্যবহার করার আগেই আইল্যাশ কার্লার ব্যবহার করবেন।

৫) অনেকটা সাঁড়াশির মতো দেখতে এই যন্ত্রটি ধরার বিশেষ কায়দা আছে। সঠিক কায়দা জেনে তবেই ব্যবহার করুন। কার্লার দিয়ে চোখের পালক চেপে ধরে হাত কখনওই নীচের দিকে নামাবেন না। উঁচু করে রাখবেন। চোখের পলক যন্ত্রে চেপে থাকা অবস্থায়, কোনও ভাবেই যেন হাত ফস্কে না যায়।

৬) বছরের পর বছর ধরে একই যন্ত্র ব্যবহার করা যাবে না। অন্যের ব্যবহার করা যন্ত্র ব্যবহার করা থেকেও বিরত থাকবেন।

৭) নিয়মিত আইল্যাশ কার্লার ব্যবহার করবেন না। সঠিক পদ্ধতিতে ব্যবহার করলেও অতিরিক্ত ব্যবহার চোখের পাতার ক্ষতি করতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement