Manish Malhotra Diwali Party

পোশাকশিল্পী মণীশ মলহোত্রের দীপাবলি পার্টিতে অভিনেত্রী সৌরসেনী মৈত্র, কী হল সেখানে?

মণীশ মলহোত্র বলিউডের পোশাক শিল্পের জগতে তারকা। সেই তাঁরই পার্টিতে হাজির ছিলেন বাংলার চলচ্চিত্র জগতের অভিনেত্রী সৌরসেনী মৈত্র। শুধু তা-ই নয়, মনীশের পার্টিতে তাঁর সঙ্গে গালে গাল ঠেকিয়ে ছবিও তুলেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৬:২২
Share:

পোশাকশিল্পী মণীশ মলহোত্রের সঙ্গে সৌরসেনী মৈত্র। ছবি : সংগৃহীত।

পোশাকশিল্পী মণীশ মলহোত্রের পোশাকে সাজতে দেখা যায় বলিউডের বহু নক্ষত্রকেই। তাঁর পোশাকের ছোঁয়াও আরও উজ্জ্বল হয় সেই সব তারাদের প্রভা। তবে বলিউডের অন্যতম প্রিয় পোশাকশিল্পী মণীশ শুধু তারকাদের জন্য পোশাক বানিয়েই ক্ষান্ত হন না। দীপাবলি উপলক্ষে তারকাদের পার্টিও দেন। সেই পার্টি এ বারও ছিল বেশ ঝলমলে। নক্ষত্রখচিত। কারা এসেছিলেন সেখানে? কেমনই বা ছিল পার্টি? ধরা পড়ল টলিউডের অভিনেত্রী সৌরসেনী মৈত্রের ক্যামেরায়।

Advertisement

দেওয়াল সাজানো হয়েছিল লাল ফুল আর বাতি দিয়ে। ছবি: সংগৃহীত।

মণীশের পার্টিতে আমন্ত্রিত ছিল প্রায় গোটা বলিউড। আর থাকবে না-ই বা কেন! মণীশ বহু বছর ধরে বলিউডের তারকাদের তাঁদের ‘গ্ল্যামারাস লুকে’ সাজিয়ে আসছেন। একটা সময় ছিল যখন কর্ণ জোহর, যশ চোপড়ার সিনেমা মানেই তাতে তারকাদের পোশাকের দায়িত্বে থাকতেন মণীশ।

দীপাবলি মানে আলো ঝলমলে। মনীশের পার্টিতে তারই প্রতিফলন দেখা যাচ্ছিল। উজ্জ্বল লন্ঠনে আর ক্রিস্টালের ঝালর ঝুলিয়েছিলেন মনীশ। ছবি: সংগৃহীত।

বলিউডের বহু গ্ল্যামারাস অভিনেত্রীর সাজ মণীশের হাতে তৈরি। ‘কভি খুশি কভি গম’-এ কাজলের শিফনের কথা ভাবুন কিংবা করিনা ‘পূ’ কপূরের পোশাক, ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ আলিয়ার শাড়ি। ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর রানি মুখোপাধ্যায়, ‘রঙ্গিলা’র উর্মিলা মাতণ্ডকর, ‘দোস্তানা’য় প্রিয়ঙ্কা চোপড়া-র দেশি গার্ল অবতার— সবই মণীশের সৃষ্টি। আর এখন এ যুগের জেন জ়ি তারকারাও মণীশের পোশাক পরছেন।

Advertisement

কেক, কুকিজ় মিষ্টি দিয়ে সাজানো ব্যুফে। ছবি: সংগৃহীত।

সে দিক থেকে দেখলে, মণীশ পোশাক শিল্পের জগতে তারকা। সেই তাঁরই পার্টিতে হাজির ছিলেন বাংলার চলচ্চিত্র জগতের অভিনেত্রী সৌরসেনী। শুধু তা-ই নয় মণীশের পার্টিতে তাঁর সঙ্গে গালে গাল ঠেকিয়ে ছবিও তুলেছেন তিনি। ছবি তুলেছেন পার্টিতে আসা বহু অতিথির সঙ্গেই।


দুই এস এম। সৌরসেনী মৈত্র এবং সিদ্ধার্থ মালহোত্র। ছবি: সংগৃহীত।

পুরোদস্তুর ঝলমলে বলিউডের পার্টিতে তিনি কেমন সময় কাটালেন? সৌরসেনী ছবি তুলেছেন বলিউডের প্রায় সমস্ত ‘সুদর্শন’ নায়কের সঙ্গেই।

তমন্নার প্রাক্তনের সঙ্গে নিজস্বী। ছবি: সংগৃহীত।

সিদ্ধার্থ মলহোত্র, আদিত্য রায় কপূর, তমন্না ভাটিয়ার প্রাক্তন প্রেমিক তথা অভিনেতা বিজয় বর্মা, ঈশান সিংহ খট্টরের মতো অভিনেতাদের সঙ্গে।

আদিত্য রায় কপূরের সঙ্গে সৌরসেনী। ছবি: সংগৃহীত।

সৌরসেনী পরেছিলেন একটি মুক্তো গাঁথা ব্রালেট ব্লাউজ়ের সঙ্গে মণীশের সিগনেচার শিফন শাড়ি।

ঈশান সিংহ খট্টরের সঙ্গে সৌরসেনী। ছবি: সংগৃহীত।

তবে শুধু নায়ক নয়, বলিউডের নায়িকাদের সঙ্গেও ছবি তুলেছেন অভিনেত্রী সৌরসেনী। শাহরুখ খানের কন্যা সুহানা খান এবং কৃতি শ্যাননের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে।

শাহরুখের কন্যা সুহানা খানের সঙ্গে সৌরসেনী। ছবি: সংগৃহীত।

কৃতির কোমর জড়িয়ে ধরে ছবি তুলেছেন সৌরসেনী। দীপাবলির কারণেই মণীশের পার্টির থিম সম্ভবত ছিল উজ্জ্বল এবং শিমারি পোশাক। ছবিতে কৃতিকে দেখা যাচ্ছে সোনালি রঙের ঝিকমিকে একটি টু’পিসে। তাঁর পাশে খোলা চুলে সৌরসেনী দাঁড়িয়ে আছেন দুধসাদা শিফন পরে।

কৃতি শ্যাননের সঙ্গে অভিনেত্রী। ছবি: সংগৃহীত।

প্রতি বছরই দীপাবলিতে বলিউড তারকাদের জন্য পার্টির আয়োজন করেন মণীশ। সেই পার্টিতে সেরা সাজে হাজির হন বলিউডের শৌখিনীরা। সেখানে তারকাদের কেমন সাজলেন, তা নিয়ে বিশ্লেষণ করতেও বসে ফ্যাশন জগত। এ বছরের বিশ্লেষণ যেমন বলছে, মণীশের পার্টিতে তারকাদের সাজ আসন্ন বিয়ের মরসুমের সাজের সুর বেঁধে দিল। নায়ক নায়িকারা প্রত্যেকেই এমন জমকালো সেজেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement