গর্ভাবস্থায় কী ভাবে ত্বকের পরিচর্যা করছেন কিয়ারা, দিলেন টিপ্স। ছবি: সংগৃহীত।
পরিবারে নতুন সদস্য আসতে চলেছে সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর। তারকা দম্পতি ঘোষণা করেছেন, তাঁদের কোলে আসছে সন্তান। এই সময়ে খাওয়াদাওয়া তো বটেই, ত্বক ও চুলের পরিচর্যাতেও একটু বেশিই যত্ন নিচ্ছেন অভিনেত্রী। কিয়ারা জানিয়েছেন, রাসায়নিক দেওয়া কোনও ক্রিম বা প্রসাধনীই তিনি ব্যবহার করছেন না। পরিবর্তে ঘরোয়া উপায়েই ত্বকের যত্ন নিচ্ছেন। ঠাকুরমার বানিয়ে দেওয়া বিশেষ একরকম ফেস মাস্কেই তাঁর ত্বক তরতাজা রয়েছে।
গর্ভাবস্থায় হরমোনের তারতম্য ঘটে। ফলে অনেকের ত্বকেই দাগছোপ দেখা দেয়। কিয়ারা জানিয়েছেন, এই সময়ে ত্বক যাতে কোমল ও মসৃণ থাকে সে জন্য কিছু নিয়ম মেনে চলছেন তিনি। ব্যবহার করছেন ঠাকুরমার বানিয়ে দেওয়া ঘরোয়া উপকরণে তৈরি ফেসপ্যাকও।
অভিনেত্রী জানাচ্ছেন, যখন বাইরে বেরোন তখন সানস্ক্রিন অবশ্যই লাগান তিনি। রাতে শোয়ার আগে ত্বকের পরিচর্যা নিয়ম মেনে করেন। সমস্ত মেকআপ তুলে ক্লিনজ়ং ও ময়েশ্চারাইজ়িং করতে ভোলেন না। ত্বকের জন্য বিশেষ একরকম ‘ডিটক্স মাস্ক’ ব্যবহার করেন তিনি। এই মাস্ক তাঁর ঠাকুরমার টোটকাতেই বানানো। এতে থাকে বেসন, দুধের সর ও মধু। ঘরোয়া উপকরণে তৈরি এই ফেসপ্যাক ত্বকের রুক্ষ ভাব দূর করে, ত্বক ভিতর থেকে জেল্লাদার করে তোলে। এই প্যাক একই সঙ্গে স্ক্রাবারেরও কাজ করে। ত্বকের মৃত কোষ দূর করে। ত্বক ভিতর থেকে টান টান করতেও এর জুড়ি মেলা ভার।
আরও একধরনের ফেসপ্যাক ব্যবহার করেন কিয়ারা। সেটিও ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি। ২ চা চামচ দুধের মধ্যে ১ চামচ কাঠাবাদাম গুঁড়ো এবং ১ চামচ বেসন ভাল করে মিশিয়ে মুখে মাখেন। এই ফেসপ্যাক স্ক্রাবারের পাশাপাশি ত্বকের ময়েশ্চারাইজ়ারেরও কাজ করে। চাইলে সামান্য গোলাপ জলও এতে মেশানো যেতে পারে। সপ্তাহে দুই থেকে তিন দিন কিয়ারার মতো এই ফেসপ্যাক মেখে ১০ থেকে ১৫ মিনিট রেখে উষ্ণ জলে ধুয়ে ফেললেই ত্বক হয়ে উঠবে ঝকঝকে।