ছবি : সংগৃহীত।
আর্দ্রতার অভাবে ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে। আর ত্বকে সেই আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে হ্যালুরোনিক অ্যাসিড। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য অত্যন্ত
কার্যকরী। তবে এটি ব্যবহারের সঠিক নিয়ম না জানলে উল্টো ফল হতে পারে।
১. ভেজা ত্বকে ব্যবহার করুন
হ্যালুরোনিক অ্যাসিড ব্যবহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল এটি ভেজা ত্বকে ব্যবহার করা উচিত। কারণ ত্বক যদি শুকনো থাকে, তবে এটি ত্বকের গভীর থেকেই জল টেনে নিয়ে ত্বককে আর্দ্র রাখতে চাইবে। তাতে ত্বক আরও বেশি শুষ্ক হয়ে যেতে পারে। তাই মুখ ধোয়ার পর ত্বক হালকা ভেজা থাকা অবস্থাতেই এটি লাগান।
২. ময়েশ্চারাইজার মাখুন
হ্যালুরোনিক অ্যাসিড সিরাম লাগানোর পর অবশ্যই একটি ভাল ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। তাতে ত্বকের ওপর একটি নিরাপত্তার পরত তৈরি হবে, যাতে আর্দ্রতা নষ্ট না হয়ে যায়।
৩. আবহাওয়াও গুরুত্বপূর্ণ
যদি খুব শুষ্ক আবহাওয়া হয় তবে হ্যালুরোনিক অ্যাসিড সাবধানে ব্যবহার করতে হবে। কারণ বাতাসে আর্দ্রতা না থাকলে এটি ত্বকের প্রয়োজনীয় আর্দ্রতা সরবরাহ করতে পারবে না।
৪. উপকরণের ঘনত্ব
সবসময় ২শতাংশ বা তার কম ঘনত্বের হ্যালুরোনিক অ্যাসিড দেওয়া প্রসাধনী বেছে নিন। তার বেশি হলে ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।
৫. প্যাচ টেস্ট
যদিও হ্যালুরোনিক অ্যাসিড সব ধরনের ত্বকের জন্য নিরাপদ, তবুও নতুন কোনও পণ্য ব্যবহারের আগে হাতের ত্বকে লাগিয়ে ২৪ ঘণ্টা অপেক্ষা করে দেখুন কোনও র্যাশ বা চুলকানি হচ্ছে কি না।
হ্যালুরোনিক অ্যাসিড ব্যবহারের সময় যা যা মনে রাখবেন—
১। মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন।
২। তোয়ালে দিয়ে ঘষে না মুছে মুখ হালকা ভেজা রাখুন।
৩। ২-৩ ফোঁটা হ্যালুরোনিক অ্যাসিড সিরাম আলতো করে মেখে নিন।
৪। দ্রুত একটি ময়েশ্চারাইজার বা ফেস অয়েল মেখে নিন।