টুকরো খবর

দৈনন্দিন জীবনযাত্রায় ছোটখাটো সচেতনতার অভাবে হার্টের অসুখ ক্রমশ বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি অনুযায়ী, কয়েক বছরে তা মহামারীর আকার নেবে। সোমবার, বিশ্ব হার্ট দিবসে চিকিৎসকেরা এ নিয়ে হুঁশিয়ারি দিলেন। কার্ডিওলজিকাল সোসাইটি অব ইন্ডিয়ার কলকাতা শাখা এ বিষয়ে কর্মশালার আয়োজন করেছিল।

Advertisement
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৪ ০২:৩৪
Share:

হার্ট ভাল রাখতে পরামর্শ

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

দৈনন্দিন জীবনযাত্রায় ছোটখাটো সচেতনতার অভাবে হার্টের অসুখ ক্রমশ বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি অনুযায়ী, কয়েক বছরে তা মহামারীর আকার নেবে। সোমবার, বিশ্ব হার্ট দিবসে চিকিৎসকেরা এ নিয়ে হুঁশিয়ারি দিলেন। কার্ডিওলজিকাল সোসাইটি অব ইন্ডিয়ার কলকাতা শাখা এ বিষয়ে কর্মশালার আয়োজন করেছিল। স্থূলতা কী ভাবে বড় ধরনের সর্বনাশ ডেকে আনছে, সে নিয়ে আলোচনা হয়। ইএম বাইপাসের একটি হাসপাতালে এ দিন এক অনুষ্ঠানে সুস্থ হার্টের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর সুজিত কর পুরকায়স্থ ধূমপান না করা, নিয়মিত ব্যায়াম, কম তেল-মশলার খাবারের উপকারিতা ব্যাখ্যা করেন। ছিলেন ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল ফ্র্যাঞ্চাইজি অ্যাটলেটিকো ডি কলকাতার সদস্যরা।

Advertisement

চিকিৎসকদের ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা • মালদহ

মালদহের বিশিষ্ট চিকিৎসক মানবেশ প্রামাণিককে মারধরের দুদিন পরেও পুলিশ একজন অভিযুক্তকে ধরতে না পারায় জেলার চিকিৎসকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। আইএমএ-র চিকিৎসকেরা হুমকি দিয়েছেন, সাত দিনের মধ্যে পুলিশ যদি সমস্ত হামলাকারীদের গ্রেফতার না করে তবে জেলার চিকিৎসকেরা রোগী দেখা বন্ধ করে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। জেলা পুলিশ সুপার প্রসূন বন্দোপাধ্যায় বলেন, “দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে চিকিৎসককে মারধর করা হয়েছে। ডিআইজির হস্তক্ষেপ চেয়েছি।” ডিআইজি বলেন, দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারকে বিষয়টি তদন্ত করতে বলেছেন।

ইবোলা শঙ্কা

মণিপুরে ইবোলার লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এক জাপানি মহিলা পর্যটককে। মায়ানমার হয়ে মণিপুরে আসেন তিনি। হাসপাতালে তাঁকে আলাদা ভাবে রাখা হয়েছে। রক্তের নমুনা পাঠানো হয়েছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে।

চিকিত্সার গাফিলতির অভিযোগ উত্তরবঙ্গ মেডিক্যালে

পায়ে সংক্রমণ হয়ে পোকা ধরে গন্ধ বেরোচ্ছে। ওই অবস্থায় চিকিৎসাধীন এক ভবঘুরে রোগিণীকে ওয়ার্ডের বাইরে ফেলে রাখার অভিযোগ উঠেছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। হাসপাতালের সুপার সব্যসাচী দাস জানান, ওই ভাবে রোগিণীকে রাখা হয়েছে বলে তাঁর জানা ছিল না। রোগিনীর পোশাক, বিছানা পরিষ্কার করে যথাযথ ভাবে রাখার ব্যবস্থা করা হচ্ছে।

মুখের ভিতরে কোনও নির্দিষ্ট জায়গার সিটি স্ক্যান করার জন্য অত্যাধুনিক পরিষেবা
চালু হল আর আহমেদ ডেন্টাল কলেজ হাসপাতালে। সোমবার স্বাতী চক্রবর্তীর তোলা ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন