টুকরো খবর

প্রতি বছর সারা বিশ্বে এক লক্ষ মানুষ শুধুমাত্র লিভারের রোগে মারা যান। অথচ ‘রিজেনারেটিভ’ অঙ্গ হওয়ায় খুব সহজেই প্রতিস্থাপন করে মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব। লিভার বিশেষজ্ঞ অজিতকুমার বসুর স্মৃতিতে লিভার ফাউন্ডেশন আয়োজিত একটি অনুষ্ঠানে এমনই জানালেন এইমস-এর গ্যাস্ট্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক সুব্রতকুমার আচার্য। শুক্রবারের এই অনুষ্ঠানটি মূলত ছিল পোর্টাল হাইপারটেনশন নিয়ে।

Advertisement
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৪ ০২:৪১
Share:

লিভারের অসুখ রোধে আলোচনা

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

প্রতি বছর সারা বিশ্বে এক লক্ষ মানুষ শুধুমাত্র লিভারের রোগে মারা যান। অথচ ‘রিজেনারেটিভ’ অঙ্গ হওয়ায় খুব সহজেই প্রতিস্থাপন করে মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব। লিভার বিশেষজ্ঞ অজিতকুমার বসুর স্মৃতিতে লিভার ফাউন্ডেশন আয়োজিত একটি অনুষ্ঠানে এমনই জানালেন এইমস-এর গ্যাস্ট্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক সুব্রতকুমার আচার্য। শুক্রবারের এই অনুষ্ঠানটি মূলত ছিল পোর্টাল হাইপারটেনশন নিয়ে। উপস্থিত ছিলেন স্কুল অব ডাইজেস্টিভ অ্যান্ড লিভার ডিজিসের বিভাগীয় প্রধান চিকিৎসক অভিজিৎ চৌধুরী। অভিজিৎবাবু জানান, খাদ্যনালী থেকে লিভারে রক্ত সংবহন করে নিয়ে যায় যে পোর্টাল ভেন, লিভার সিরোসিস হলে সেই শিরাটি বাধাপ্রাপ্ত হয়। এর ফলে শিরার মধ্যে রক্ত চাপ বাড়তে থাকে। তখন পোর্টাল ভেন থেকে নতুন রক্তনালিকা সৃষ্টি হয়ে জটিলতা দেখা দেয়। এই পোর্টাল হাইপারটেনশন নিয়ে উল্লেখযোগ্য রিসার্চ করেছিলেন চিকিৎসক অজিতকুমার বসু। তবে লিভার সিরোসিসই শুধুমাত্র পোর্টাল হাইপারটেনশনের একমাত্র কারণ নয় বলে জানান অভিজিৎবাবু। অন্যান্য কারণেও এই রোগে একজন ভুগতে পারেন।

Advertisement

আরও ৫২টি ওষুধের দাম বাঁধল কেন্দ্র

প্যারাসিটামল, অ্যামক্সিসিলিনের মতো আরও ৫২টি ওষুধের সর্বোচ্চ দাম বাঁধল কেন্দ্র। যা ব্যথা উপশম, অ্যান্টিবায়োটিক, ক্যান্সার নিরাময় ইত্যাদিতে কাজে লাগে। অনেকের মতে, এতে ধাক্কা খাবে লুপিন, ক্যাডিলার মতো সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন