Lifestyle Section

সংক্রমণ এড়াতে গ্যারাজে নিয়মিত গাড়ির ভিতর ও বাইরে ধোওয়া, মোছা দরকার

অব্যবহারের ফলে থাকা গ্যারাজে গাড়িতে প্রচুর ধুলোবালি জমতে পারে। তাতে ব্যাকটেরিয়া ও ভাইরাসের আটকে থাকার প্রবল সম্ভাবনা। গাড়ি থেকে কোভিড-১৯-এর মতো ভয়ঙ্কর ভাইরাস বা ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে পারে বাড়িতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২০ ১১:৫৪
Share:

গাড়ি নিয়মিত ধুয়ে, মুছে পরিচ্ছন্ন রাখা দরকার। ছবি শাটারস্টকের সৌজন্যে।

লকডাউনের সময় বাড়ি থেকে ততটা বের করতে হচ্ছে না বলে গাড়ি খুব ভাল ভাবে ধোওয়া, মোছা বন্ধ করে দিলে কিন্তু সংক্রমণের আশঙ্কা এড়ানো যাবে না। বরং গাড়ি পরিষ্কার করার ব্যাপারে আরও সতর্ক হতে হবে। কারণ, অব্যবহারের ফলে থাকা গ্যারাজে গাড়িতে প্রচুর ধুলোবালি জমতে পারে। তাতে ব্যাকটেরিয়া ও ভাইরাসের আটকে থাকার প্রবল সম্ভাবনা। গাড়ি থেকে কোভিড-১৯-এর মতো ভয়ঙ্কর ভাইরাস বা ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে পারে বাড়িতে। এমনটাই বলছেন চিকিৎসকেরা।

Advertisement

তাঁদের মতে, এই পরিস্থিতিতে শুধু গাড়ির বাইরেটা ধুলেই হবে না, গাড়ির ভিতরের প্রত্যেকটি অংশও খুব ভাল ভাবে পরিষ্কার করে রাখতে হবে। আর সেটা করতে হবে নিয়মিত।

চিকিৎসকেরা জানাচ্ছেন, গাড়ির ভিতরে ধুলো, ময়লার সঙ্গে প্রচুর পরিমাণে বালি জমে থাকে। সেগুলি নানা ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাসের আঁতুড়ঘর হয়ে উঠতে পারে যে কোনও সময়। তাই ব্রাশ ও তোয়ালে দিয়ে ঘষে ঘষে আগে সেই ধুলো, বালি, ময়লা তুলে ফেলতে হবে। তার পর পরিষ্কার করতে হবে গাড়ির সেই সব জায়গাগুলি, যেখানে আমাদের হাত পড়ে হামেশাই। তাদের মধ্যে রয়েছে দরজা খোলার হ্যান্ডল, সিট বেল্ট, জানলার কাচ ওঠানো-নামানোর বোতাম বা সুইচ, সেন্টার কনসোল, টার্ন সিগন্যাল, রেডিও চালানোর বোতাম বা সুইচ, বায়ু চলাচলের পথ (‘এয়ার ভেন্ট’)-সহ গাড়ির বিভিন্ন অংশ।

Advertisement

গাড়ির বাইরের অংশ সাবান জল দিয়ে খুব ভাল ভাবে ধোওয়ার পর মুছে নিতে হবে। ছবি শাটারস্টকের সৌজন্যে।

তবে চিকিৎসকেরা বলছেন, কোভিড-১৯ এর সংক্রমণ এড়াতে গাড়ি ও বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে রাসায়নিকগুলি ব্যবহার করতে বলা হচ্ছে, তার কয়েকটি প্লাস্টিক, ভিনাইল-সহ গাড়ির ভিতরের বেশ কিছু অংশ নষ্ট করে দিতে পারে।

চিকিৎসক অরিন্দম বিশ্বাসের কথায়, ‘‘তাই গাড়ির ভিতরের অংশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ব্লিচিং, হাইড্রোজেন পারঅক্সাইড বা অ্যামোনিয়ার মতো পদার্থ আছে, এমন রাসায়নিকগুলি এড়িয়ে চলাটাই উচিত হবে। এগুলিকে এড়ালে গাড়ির ভিতরের অংশগুলি নষ্ট হয়ে যাবে না। আবার গাড়ির ভিতরের বিভিন্ন অংশকে ব্যাকটেরিয়া ও ভাইরাসের হানাদারি থেকে সুরক্ষিতও রাখা যাবে।’’

আরও পড়ুন: স্যানিটাইজার মিলছে না? হাত ধুতে এর চেয়েও ভাল বিকল্প কী?

আরও পড়ুন: মোবাইলেও ঘাপটি মেরে থাকে করোনাভাইরাস, কী ভাবে ব্যবহার করলে দূরে থাকবে অসুখ?

চিকিৎসকেরা জানাচ্ছেন, গাড়ির ভিতরের অংশগুলিকে এই সময় নিয়মিত ভাবে পরিষ্কার করা, পরিচ্ছন্ন রাখার জন্য সবচেয়ে ভাল উপায় অ্যালকোহল দিয়ে পরিষ্কার করা। ‘‘আর সেটা ইথাইল অ্যালকোহল হলেই সবচেয়ে ভাল’’, বলছেন অরিন্দম।

গাড়ি মোছার জন্য মাইক্রোফাইবারও ব্যবহার করা যেতে পারে, জানাচ্ছেন চিকিৎসকেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন