COVID 19

Coronavirus: কোভিড সেরে গেলেও বিপদ কাটেনি, এর পরে হৃদরোগের আশঙ্কা এড়াবেন কী ভাবে

এমন সময়ে কী করে যত্ন নেবেন হৃদযন্ত্রের? আপনার পাশে আনন্দবাজার ডিজিটাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ জুন ২০২১ ১৯:০৪
Share:

দরকারে করিয়ে নিতে কয়েকটি রক্ত-পরীক্ষা। নিজস্ব চিত্র

কোভিড সেরে গেলেও সব বিপদ কেটে যায় না। বিশেষ করে হৃদরোগের আশঙ্কা বেড়ে যায় অনেকের ক্ষেত্রেই। এমন সময়ে কী করে যত্ন নেবেন হৃদযন্ত্রের? আপনার পাশে আনন্দবাজার ডিজিটাল।

Advertisement

কোভিড সেরে যাওয়ার পরে নানা অসুখের ঝুঁকিই থেকে যায়। কোভিডে যাঁদের মৃদু উপসর্গ দেখা যায়, তাঁদেরও এমন সমস্যা হতে পারে। এমনই বলছেন এসএসকেএম হাসপাতালের হৃদরোগ বিভাগের চিকিৎসক সরোজ মণ্ডল। তাঁর মতে, পুরোপুরি উপসর্গমুক্ত হওয়ার ২ সপ্তাহ পরে হৃদযন্ত্র ও ফুসফুসের পরীক্ষা করানো দরকার।

কী কী করতে হবে এ ক্ষেত্রে? কী বলছেন চিকিৎসক?

Advertisement

১। কোভিড থেকে সেরে ওঠার পর ডি-ডাইমার নামে এক বিশেষ পরীক্ষা করা দরকার। এ থেকে বোঝা যায়, রক্ত জমাট বাঁধছে কি না।

২। জমাট বাঁধা রক্ত কোথাও আটকে গেলে হৃদপিণ্ড ও ফুসফুস একেবারে অকেজো হয়ে পড়ার ঝুঁকি থাকে।

৩। পরীক্ষার রিপোর্ট দেখে চিকিৎসক যেমন যেমন বলছেন, তেমন ওষুধ নিয়মিত খেতে হবে।

কোভিডের কারণে রক্তে নানা ধরনের সমস্যা দেখা দেয়। যা বড় ক্ষতির আশঙ্কা বাড়িয়ে দেয়। এ সব ক্ষেত্রে কী কী মনে রাখতে হবে? বলছেন ‘ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট’ রবিন চক্রবর্তী।

১। কোভিড আক্রান্তদের বেশিরভাগেরই হৃদযন্ত্রে সামান্য পরিবর্তন দেখা যায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে মাইনর মায়োকার্ডাইটিস।

২। এর কারণে অল্প পরিশ্রম, দুঃখ বা রাগ হলে হৃদযন্ত্রের স্পন্দন বেড়ে বা কমে যায়। হৃদরোগের আশঙ্কা বাড়ে তাতে।

৩। উচ্চ রক্তচাপ বা ডায়াবিটিস থাকলে কোভিড সংক্রমণের পর কার্ডিওমায়োপ্যাথি নামক হৃদযন্ত্রের অসুখের ঝুঁকি বাড়ে।

এই সব সমস্যা থেকে বাঁচার উপায় কী কী? তাও জানাচ্ছেন রবিন।

১। অসুখ সেরে ওঠার পর বেপরোয়া মনোভাব দেখালে হবে না।

২। কিছু দিন বিশ্রাম নিতেই হবে।

৩। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

৪। কোনও রকম শারীরিক সমস্যা হলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন